কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পাঁচটি আবাসিক হলে আট জন আবাসিক শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক মো. আনোয়ার হোসেনের সই করা পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তারা নিয়োগপ্রাপ্তির তারিখ থেকে আগামী দুই বছর সংশ্লিষ্ট হলের আবাসিক শিক্ষকের দায়িত্ব পালন করবে।
বিজ্ঞপ্তির সূত্রানুযায়ী, বিজয়-২৪ হলে বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের প্রভাষক মো. সাফায়েত হোসেন, ইংরেজি বিভাগের প্রভাষক মো. বুলবুল আহমেদ এবং পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. আবদুল মমিন আবাসিক শিক্ষক হিসেবে দায়িত্ব পেয়েছেন।
এছাড়া সুনীতি-শান্তি হলে বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের প্রভাষক মঈনুর রহমান এবং পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক ড. উম্মে আয়েশা আবাসিক শিক্ষকের দায়িত্ব পালন করবেন।
এদিকে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম হলের হাউস টিউটর হিসেবে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক জহিরুল ইসলাম, নওয়াব ফয়জুন্নেছা চৌধুরাণী হলে
পরিসংখ্যান বিভাগের প্রভাষক মেশকাত ইবনে মোজাহিদ,শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলে ইংরেজি বিভাগের প্রভাষক মো. ইমরান হোসেন দায়িত্ব পেয়েছেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC