কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত প্রাক্তন নটরডেমিয়ানদের সংগঠন নটরডেমিয়ান পরিবারের আগামী এক বছরের জন্য তেইশ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি-২০২৪ ঘোষণা করা হয়েছে।
শনিবার (১৬ নভেম্বর) রাতে সংগঠনের সভাপতি মোহাম্মদ হৃদয় ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রাজীব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন কমিটিতে হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের শিক্ষার্থী মো. হাবিবুর রহমান রিফাত সভাপতি এবং ইংরেজি বিভাগের শিক্ষার্থী রকিবুল হাসান রিয়াদ সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন। তারা দু'জনেই বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
সহ-সভাপতি পদে মুনতাসির মামুন, সুদাদ আনোয়ার সাহিল, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ইমতিয়াজ আহমেদ চিন্ময়, রিফাত আহমেদ, নওশীন আল ইসলাম, ইভেন্ট সেক্রেটারি পদে মোহাম্মদ লাবিব, রাকিন খান, মো. আরিফুর রহমান, মো. শহীদুল ইসলাম দায়িত্ব পালন করবেন। তারা সবাই বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
এছাড়াও সাংগঠনিক সম্পাদক পদে আমিনুল হৃদয়, নাজমুস সাকিব, ফয়সাল খান, কোষাধ্যক্ষ পদে উপানান্দ চন্দ্র সরকার, পাবলিক রিলেশন্স সেক্রেটারি পদে ফারদিন এহসান, পিয়াস রঞ্জন বিশ্বাস, মিডিয়া অ্যান্ড প্রেস সেক্রেটারি পদে শেন গনসালভেস দায়িত্ব পালন করবেন। এছাড়াও এস.কে ইসতিয়াক আহমেদ পিয়াল, তাশফিক জাহিন রাফি, মো. হাসমত আলী, এহসান-ই-নূর, মাহফুজ রাফি কার্যনির্বাহী সদস্য পদে দায়িত্ব পালন করবেন।
[caption id="attachment_25942" align="alignnone" width="1200"] ছবি: প্রতিনিধি[/caption]
সভাপতি রিফাত বলেন, ' আমাদের নটরডেমিয়ান পরিবার, কুমিল্লা বিশ্ববিদ্যালয়—খুব ছোট একটি সংগঠন। এই সংগঠনের ভিত্তি হচ্ছে নটরডেমিয়ানদের ভ্রাতৃত্ববোধ। ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে আমরা সবাই একসাথে থাকবো। যেহেতু এই সংগঠনের বড় দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে, আমি চেষ্টা করবো সবাইকে একসাথে নিয়ে নটরডেমের গৌরব ধরে রাখার।'
সাধারণ সম্পাদক রিয়াদ বলেন,'বিশ্ববিদ্যালয়ে এসেও কলেজকে বুকে লালন করার পিছনে একটা বিশেষ মাহাত্ম্য রয়েছে। এটি আমাদের স্মরণ করিয়ে দেয় কলেজ জীবনের শিক্ষা, স্মৃতি এবং কলেজের প্রতি কৃতজ্ঞতাকে। কুমিল্লা বিশ্ববিদ্যালয় নটরডেমিয়ান পরিবার—আমাদের এই ভ্রাতৃত্বকে ভার্সিটি জীবনে ছড়িয়ে দিতে সাহায্য করে। পাশাপাশি সাংগঠনিক দক্ষতা অর্জনের মাধ্যমে নিজের স্বকীয়তা জানান দিতে যথেষ্ট সহায়তা করে। আমি মনে করি, এভাবেই এগিয়ে যাবে, নটরডেমিয়ান আর এগিয়ে যাবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়।'
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC