ডিসেম্বর ১৯, ২০২৪

বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর, ২০২৪

কুবির জামালপুর জেলা ছাত্র সংসদের নতুন সভাপতি হুমায়ুন, সম্পাদক সজিব

Rising Cumilla - Comilla University Jamalpur District Student Union new President Humayun, Secretary Sajib
ছবি: প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে জামালপুর জেলা ছাত্র সংসদের আগামী এক বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি মনোনীত হয়েছেন কম্পিউটার সাইন্স অ্যাণ্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. হুমায়ুন কবির এবং সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন ২০১৯-২০ শিক্ষাবর্ষের লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী শাহরিয়ার সজীব।

বুধবার (১৮ ডিসেম্বর) সংগঠনের বিদায়ী সভাপতি মো. আল মামুন ও সাধারণ সম্পাদক ধ্রুব পাহলোয়ান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নবগঠিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন— রাফিউল ইসলাম নিবির, মো. আনিসুর রহমান, মো. হুমায়ূন কবির, মঞ্জুরুল ইসলাম, মো. হামিদুল হাসান ও বিথি আক্তার। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আছেন ইমন সালাম জয় ও আস-শিফা।

সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন— আল-আরাফাত আমিন রাফি, নূর জাহান মিম, মির্জা সামিন। অর্থ সম্পাদক হিসেবে আছেন আবির হাসান জিম। প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মো. সাগর হাসান, ছাত্রী বিষয়ক সম্পাদক শামসুন্নাহার ভৌমিকা, ক্রীড়া সম্পাদক আশিকুর রহমান। এছাড়াও মেহেদী হাসান (আহ্বায়ক), মো. মামুনুর রশীদ মামুন, মো. মঞ্জুরুল ইসলাম মিঠুন, তরিকুল ইসলাম সিফাত ও ফজলে রাব্বি উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন।

নতুন সভাপতি মো. হুমায়ুন কবির বলেন “জামালপুর জেলা থেকে আগত শিক্ষার্থীদের লেখাপড়ার মান উন্নয়ন ও যেকোনো ধরনের সমস্যার সমাধানে জামালপুর জেলা ছাত্র সংসদ প্রতিজ্ঞাবদ্ধ । পাশাপাশি বিভিন্ন সেবামূলক কার্যক্রমে ও দুর্যোগকালীন বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে থাকে । সংগঠনের কার্যক্রমকে আরো গতিশীল করার জন্য সিনিয়ররা আমার উপর দায়িত্ব অর্পণ করেছে । উক্ত দায়িত্ব আমি সততা ও নিষ্ঠার সহিত পালন করবো ইনশাআল্লাহ। ”

উল্লেখ্য, কমিটি ঘোষণার পূর্বে বিশ্ববিদ্যালয়ের নবীন ১৮ তম আবর্তনের শিক্ষার্থীদের বরণ করা হয় এবং বারবিকিউ প্রোগ্রাম এর আয়োজন করে সংগঠনটি।