প্রতিষ্ঠার ১৭ বছর পর কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রশাসন গণরুম প্রথা বিলুপ্তির অভিনব উদ্যোগ নিয়েছে। এর আগে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থীরা আবাসিক হলগুলোতে গণরুমে গাদাগাদি করে একসঙ্গে বসবাস করতো। এছাড়া এখন থেকে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ও বৈধ শিক্ষার্থী ব্যতীত হলে কেউ থাকতে পারবে না।
এছাড়াও বিশ্ববিদ্যালয়ের নিজস্ব নীতিমালা অনুযায়ী প্রতিটি হলে সিট বা আসন বরাদ্দ দেওয়া হবে।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আমিরুল হক চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনের তথ্যানুযায়ী , গত ৫ সেপ্টেম্বর (মঙ্গলবার) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈনের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের সকল হলের প্রাধ্যক্ষ ও প্রক্টরের উপস্থিতিতে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় আবাসিক হলের বিষয়ে আটটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভার সিদ্ধান্ত মোতাবেক, শুধু নিয়মিত ও বৈধ শিক্ষার্থীরা হলে অবস্থান করতে পারবে। অন্যান্য সিদ্ধান্তগুলোর হলো- গেস্টরুম ও গণরুম অবিলম্বে বন্ধ করতে হবে, একক কক্ষ নিয়ে হলে কোন শিক্ষার্থী বসবাস করতে পারবে না এবং যাদের ছাত্রত্ব নেই তারা হলে অবস্থান করতে পারবে না।
এছাড়াও হলের সৌন্দর্যবর্ধন এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, স্নাতকোত্তর পরীক্ষার ফলাফল পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর হলসমূহে প্রেরণ করবেন এবং হলে কোনো সমস্যা দেখা দিলে হল প্রশাসন সমাধানের তাৎক্ষণিক ব্যবস্থা নেবেন বলে সিদ্ধান্ত গৃহীত হয়।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC