কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির (সিওইউডিএস) উদ্যোগে সপ্তম ডিবেটর সার্চে গনিত বিভাগকে ৫-০ ব্যালটে হারিয়ে চ্যাম্পিয়ন আইন বিভাগ। এছাড়া আইন বিভাগের ১৭তম আবর্তনের শিক্ষার্থী কানিজ ফাতেমা রিমি শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (১৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের কনফারেন্স রুমে এ প্রতিযোগিতার ফাইনাল ও পুরস্কার বিতরণী সম্পন্ন হয়।
ডিবেটিং সোসাইটির নাজমুস সাকিব ও ফাহিমা সুলতানা রাতুয়ার সঞ্চালনায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শক ও পরিচালনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. আব্দুল্লাহ আল মাহবুব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এছাড়া আইন বিভাগের প্রভাষক সোহরাব হুসাইন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক মতিউর রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সভাপতি সাদিয়া আফরিন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।
এতে স্বাগত বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক মুহসিন জামিল। অনুষ্ঠান সঞ্চালনা করেন।
এবার সপ্তম ডিবেটর সার্চে মিশকাত ওয়াহিদ চৌধুরী, তৌহিদুর রহমান সাকিব, মো. মাঈনুল ইসলাম, কাজী আসমাতুল জান্নাত ও রায়হানুল বারী রাসেল সেরা উদীয়মান বিতার্কিক নির্বাচিত হয়েছেন।
ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক মুহসিন জামিল বলেন, "নতুন বিতার্কিক তৈরির উদ্দেশ্যে সপ্তম ডিবেটর সার্চের আয়োজন করা হয়েছে। এই ডিবেটর অব দ্যা ফাইনালের মাধ্যমে বেশ কিছু পটেনশিয়াল বিতার্কিক আমরা পেয়েছি। ভবিষ্যতে গ্রুমিং সেশনের মাধ্যমে তাদের শানিত করা হবে। ডিবেটর অব দ্যা ফাইনালে অংশগ্রহণকারী ৬৪ জন বিতার্কিক প্রত্যেকের জন্য শুভকামনা।"
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC