মঙ্গলবার ১৫ জুলাই, ২০২৫

কুবিতে ভাইস-চ্যান্সেলর ও ইউজিসি বৃত্তি বিতরণ আগামী ২০ জুলাই

ছবি: সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ‘ভাইস-চ্যান্সেলর স্কলারশিপ-২০২৫’, ইউজিসি মেধাবৃত্তি ২০২৩ এবং ২০২৪ এর বৃত্তি চেক হস্তান্তর করা হবে আগামী ২০ জুলাই। ইতিমধ্যে এ সংক্রান্ত পৃথক তালিকা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

২০ জুলাই (শনিবার) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ৪১১ নম্বর কক্ষে দিনব্যাপী বৃত্তির চেক বিতরণ করা হবে।

জনসংযোগ দপ্তর জানায়, এবার ভাইস চ্যান্সেলর স্কলারশিপের জন্য মনোনীত হয়েছেন মোট ১৯২ জন। এ বছর প্রকৌশল ও বিজ্ঞান অনুষদ থেকে ৭২ জন, সামাজিক, কলা ও মানবিক এবং আইন অনুষদ থেকে ৮০ জন,ব্যবসায় শিক্ষা অনুষদ থেকে ৪০ বৃত্তির জন্য মনোনীত হয়েছেন। এছাড়া ইউজিসি মেধাবৃত্তি-২০২৩ এ বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদ থেকে মোট সাতজন এবং ইউজিসি মেধাবৃত্তি ২০২৪ এর জন্য মোট আটজন মনোনীত হয়েছেন। ভাইস-চ্যান্সেলর স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থীটা প্রত্যেকে ৮ হাজার ৫’শ টাকা এবং ইউজিসি মেধাবৃত্তিপ্রাপ্তদের ২৬ হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হবে।

এদিন সকাল ১১টায় বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ, দুপুর ২.৩০ টায় কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদ এবং বিকেল ৪টায় ব্যবসায় শিক্ষা অনুষদের শিক্ষার্থীদের মাঝে বৃত্তির চেক হস্তান্তর করা হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হায়দার আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কুমিল্লা বিশ্বিবদ্যালয়ের উপ-উপচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান।

আরও পড়ুন