কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক সংগঠন ‘টাঙ্গাইলের বন্ধন’ এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন নৃবিজ্ঞান বিভাগের ১৪তম আবর্তনের শিক্ষার্থী রকিবুল হাসান এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন একই আবর্তনের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগের শিক্ষার্থী মাসায়িদ আহমেদ।
সোমবার (১৩ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে নতুন কার্যকরী কমিটির ঘোষণা দেওয়া হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহ-সভাপতি মাজেদুল ইসলাম, রবিন হোসেন, শরীফ হোসেন ,আল নাফিউ খান ও সুমাইয়া আক্তার শিমু। যুগ্ম সাধারণ সম্পাদক এস কে সিয়াম, আসাদুল ইসলাম রুমন, আব্দুল হান্নান, আল আমিন হোসেন রিফাত, জয় ঘোষ।
সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম শ্যামল, মেহেদী হাসান, আশিকুল ইসলাম লগ্ন, হারেজ আহমেদ, সাদিক হোসেন। অর্থ সম্পাদক জান্নাতুল মিমি,দপ্তর সম্পাদক জয় ঘোষ, প্রচার সম্পাদক শুভ সিকদার। ক্রীড়া সম্পাদক আফতাব উল হক খান, সাহিত্য বিষয়ক সম্পাদক নাইমুল ইসলাম সিফাত, শিক্ষা ও পাঠ্যক্রম বিষয়ক সম্পাদক প্রত্যাশা হাসান মুন, আপ্যায়ন বিষয়ক সম্পাদক জয় ঘোষ।