নভেম্বর ২৩, ২০২৪

শনিবার ২৩ নভেম্বর, ২০২৪

কুবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের সভা আয়োজন

Rising Cumilla - Organized a meeting of Nationalist Teachers-Officers-Workers Unity Council at Cumilla University
ছবি: প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের সভার আয়োজন করা হয়েছে। এসময় মোট ছয়টি সিদ্ধান্ত গৃহীত হয়।

বুধবার (৭ আগস্ট) দুপুর ১২টায় প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়।

ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এম এম শরীফুল করীম ওই সভার সভাপতিত্ব করেন। এসময় মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার, একই বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান, গণিত বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন ও একই বিভাগের অধ্যাপক ড. মোঃ আবদুল হাকিম, লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ মাহিন উদ্দিনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

ওই সভায় গৃহীত ছয়টি সিদ্ধান্তগুলো হলো—প্রশাসনকে অবিলম্বে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম চালু ও আবাসিক হলসমূহ খুলে দেয়ার ব্যবস্থা করা, জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী পরিষদ পরিচালনার জন্য নির্বাহী কমিটি গঠন করা এবং এই নির্বাহী কমিটির মাধ্যমে ঐক্য পরিষদের সকল কার্যক্রম পরিচালনা করা, বঞ্চিত শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের সমস্যা নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার নিমিত্তে একটি সেল গঠন, কেউ যাতে কোন বিশৃঙ্খলা ও হঠকারিতা করতে না পারে সে লক্ষ্যে সবাইকে সজাগ থাকতে হবে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের কোন সদস্য যদি কোথায়ও আক্রান্ত কিংবা হয়রানির শিকার হয় তাদেরকে সহায়তা ও নিরাপত্তা প্রদানের জন্য একটি সেল গঠন করা, বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন ভিত্তি প্রস্তরটি পুনঃস্থাপন করা, কোটা আন্দোলনে সকল শহীদদের প্রতি মাগফেরাত কামনা এবং বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা।