কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে-(কুবি) ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোকচিত্র প্রদর্শনী আয়োজন করা হয়েছে
মঙ্গলবার (৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ব্যাডমিন্টন কোর্টে ৩৬ জুলাই স্মরণে পঞ্চান্নটি আলোকচিত্র প্রদর্শন করা হয়।
ইংরেজি বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ নাঈম খাঁন বলেন‚ ‘আজ গণ-অভ্যুত্থান দিবসে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক আয়োজিত ছবি প্রদর্শনীর প্রতিটি ছবি খুব মনোযোগ দিয়ে দেখেছি, আর মনে হচ্ছে সেই দিনগুলোর কথা, কী ভয়ংকর ছিল সেই দিনগুলো। ভাবলেই গা শিউরে উঠে। প্রদর্শনীটা সুন্দর ছিল, আমি আশা করি আরও ছবি কালেক্ট করে, প্রশাসন যেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে একটি জুলাই কর্ণার স্থাপন করে। সেখানে সবগুলো ছবি সংরক্ষণ থাকবে এটাই প্রত্যাশা।’
আলোকচিত্র প্রদর্শনী উপ-কমিটির সদস্য সচিব ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক আব্দুল্লাহ আল মামুন চৌধুরী বলেন‚ ‘আমরা ওপেন সার্কুলার দিয়েছি আলোকচিত্র পাঠানোর জন্য। ডেডলাইনের মধ্যে অনেকগুলো ছবি পেয়েছিলাম। আমরা সেখান থেকে ৫৫টি ছবি বাছাই করি এবং সেগুলো প্রদর্শন করি। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আন্দোলনের শুরু থেকে ৫ আগস্ট পর্যন্ত পুরো ঘটনাগুলো নিয়ে আসার চেষ্টা করেছি। আমাদের উদ্দেশ্য ছিল সবগুলো ছবি যেন ফুটে উঠে। পরিদর্শক খাতায় দর্শকরা মন্তব্য লিখে গিয়েছে।’
আলোকচিত্র প্রদর্শনী উপ কমিটির আহ্বায়ক ও ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক তারিন বিনতে এনাম বলেন‚ ‘আমরা জুলাই গণ-অভ্যুথান স্মৃতিচারণের জন্য এবং ৩৬ জুলাইয়ের স্মৃতিকে ধরে রাখার জন্য আলোকচিত্র প্রদর্শনী করেছি। যেহেতু কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অনেক জুলাই যোদ্ধা এবং একজন শহিদও আছে। আমি লার্জলি ক্রেডিট দেবো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের। কারণ তারা ঘটনাগুলোকে এত ভালোভাবে রেকর্ড করেছিলো। তারা আমাদেরকে যথেষ্ট পরিমাণ ছবি দিয়েছে। আমাদের চেষ্টা ছিল‚ জুলাই গণ-অভ্যুথানের ঘটনাগুলোকে তারিখ অনুযায়ী ফুটিয়ে তুলতে।’
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC