কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ‘খুলনা বিভাগীয় ছাত্র কল্যাণ পরিষদ’ এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী মো: সুমন হোসেন এবং সাধারণ সম্পাদক হয়েছেন ২০১৯-২০ শিক্ষাবর্ষের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তুষার ইমরান।
খুলনা বিভাগীয় ছাত্র কল্যাণ পরিষদের গত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বেচ্ছায় পদত্যাগ করায় এবং উক্ত কমিটির একবছর পূর্ণ হওয়ায় সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে সংগঠনের উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. জি. এম. মনিরুজ্জামানের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
কমিটির অন্যান্য সদস্য হলেন, সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন, আব্দুল হালিম, সুমাইয়া ঐশী,নাজিফা আফসানা ঐশী, মাসুদ রানা,আব্দুস সালাম, কিবরিয়া বাপ্পি। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন এহসানউল প্লাবন আহমেদ, সজীব বিশ্বাস। সাংগঠনিক সম্পাদক সজীব আহমেদ, তুষার, প্রিয়াংকা বিশ্বাস, ফারজানা শরিফ, পারভীন লাইলা, সাবিহা সুলতানা, বিভা মান্না ও শায়লা আক্তার। অর্থ সম্পাদক শাহরিয়ার নাফিজ জয়। উপ অর্থ সম্পাদক মোহাম্মদ হৃদয় আহমেদ। দপ্তর সম্পাদক রকিবুল ইসলাম জিসান, ইন্দ্রজিৎ মন্ডল, ইশিতা ফারহানা। উপ দপ্তর সম্পাদক শাহরিয়ার সাগর, মাহমুদুল হাসান সবুজ। প্রচার সম্পাদক রকিবুল, হিমাংশু মন্ডল। উপ প্রচার সম্পাদক আজিজুল। আইন বিষয়ক সম্পাদক সবুজ। সাহিত্য বিষয়ক সম্পাদক মো: শাকিল আহমেদ, ক্রিয়া বিষয়ক সম্পাদক রকিবুল আইসিটি, তুহিন আলম, সজল, জুবায়ের। নারী বিষয়ক সম্পাদক ফারিয়া তাসনিম মুন। এছাড়াও কার্যনির্বাহী সদস্য আল আসমাউল হুসনা, আবু ইশরাক আহম্মেদ, আরাফাত খান, মো: ফরিদ হাসান আন্তর, মো: ফয়সাল রহমান।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC