সাম্প্রতিক সময়ে ফেসবুকে একটি পোস্ট ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হয়েছে “কুমিল্লা চলবে ৪০০ বৈদ্যুতিক বাস”। বুধবার (২৫ জুন) ‘Hanif’s Life in Motion’ নামের একটি ফেসবুক পেজ থেকে এই পোস্টটি করা হয়। এতে দৈনিক কালবেলা পত্রিকার লোগো ও ডিজাইন ব্যবহার করে একটি এডিট করা ফটোকার্ড প্রকাশ করা হয়।
পোস্টটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং অনেকেই কুমিল্লায় শিগগিরই বৈদ্যুতিক বাস চালু হচ্ছে বলে ধরে নেন।
ফেসবুক পেজে প্রচারিত ছবি দেখুন এখানে ।
কালবেলার ফেসবুক পেজে প্রকাশিত পোস্ট দেখুন: এখানে।
রাইজিং ফ্যাক্টসের অনুসন্ধান
রাইজিং ফ্যাক্টস টিম ফটোকার্ডটির মূল উৎস ও প্রাসঙ্গিকতা যাচাই করতে গিয়ে দেখে এই একই ডিজাইনের ফটোকার্ড দৈনিক কালবেলা তাদের অফিসিয়াল পেজে প্রকাশ করে ১৯ জুন ২০২৫, তবে সেখানে স্পষ্টভাবে লেখা ছিল “ঢাকায় চলবে ৪০০ বৈদ্যুতিক বাস”।
মূল খবরে উল্লেখ আছে, বিশ্বব্যাংকের পরিচালনা পর্ষদ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা ও বায়ু মান উন্নয়নে দুটি প্রকল্পে ৬৪০ মিলিয়ন ডলার অনুমোদন করেছে। এর একটি অংশ হিসেবে রাজধানী ঢাকায় ৪০০টি শূন্য-নির্গমন বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা রয়েছে, যা পুরোনো ডিজেলচালিত যানবাহনের বিকল্প হিসেবে কাজ করবে।
বিশ্বব্যাংকের প্রেস বিজ্ঞপ্তিটি এখানে। মূল সংবাদে কুমিল্লা নিয়ে কোনো ধরনের উল্লেখ পাওয়া যায়নি।
রাইজিং ফ্যাক্টস বিশ্লেষণে দেখতে পায়, ‘Hanif’s Life in Motion’ পেজ থেকে প্রকাশিত ফটোকার্ডটি মূলত কালবেলার ফটোকার্ড এডিট করে কুমিল্লার নাম বসানো হয়েছে।
এই পেজের অন্যান্য পোস্ট পর্যবেক্ষণ করে দেখা যায়, পূর্বেও এমন ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর নজির রয়েছে। রাইজিং ফ্যাক্টস এর আগেও কয়েকটি গুজব পোস্ট শনাক্ত করেছে।
রাইজিং ফ্যাক্টস নিশ্চিত হয়েছে “কুমিল্লা চলবে ৪০০ বৈদ্যুতিক বাস” দাবিটি সম্পূর্ণ ভুয়া ও বিভ্রান্তিকর।
মূল প্রকল্পটি শুধু ঢাকার জন্য প্রস্তাবিত, এবং সেই প্রেক্ষিতেই ফটোকার্ডটি তৈরি হয়েছিল।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC