বলিউডের জনপ্রিয় জুটি শহিদ কাপুর ও কারিনা কাপুর খান। একসময় রুপালি পর্দার রোমান্টিক জুটি হিসেবে ব্যাপক দর্শকপ্রিয়তা পেয়েছিলেন তারা।এমনকি তারা বাস্তবেও প্রেমের সম্পর্কে বাঁধা পড়েছিলেন দুজন। কিন্তু খুব বেশি দিন টেকেনি তাদের সম্পর্ক। তবে এবার তিক্ততা ভুলে ফের এক হতে যাচ্ছেন শহিদ-কারিনা।
২০০৭ সালে মুক্তি পায় শহিদ-কারিনা অভিনীত সিনেমা ‘জব উই মেট’। শাহিদ-কারিনার অনবদ্য অভিনয়ে মুগ্ধ হয়েছিলেন দর্শক।
এবার শোনা গেছে, আবারও দুজনকে একই ফ্রেমে দেখা যাবে। তাদের জনপ্রিয় সিনেমা ‘জব উই মেট টু’ নির্মাণের কথা ভাবছেন নির্মাতা। আর এই সিনেমাতেও শহিদ ও কারিনাকেই জুটি হিসেবে পেতে চান তারা।
শহিদ-কারিনার পাশাপাশি চলচ্চিত্রটি নির্মাণের জন্য তারা ইমতিয়াজকে চান বলে জানা গেছে।তবে ‘জব উই মেট টু’ শহিদ-কারিনাকেই চূড়ান্ত করা হয়েছে কিনা, সে বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC