বলিউডের অন্যতম সেরা জুটি সাইফ আলি খান এবং কারিনা কাপুর খান ২০১২ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে কারিনা তাদের বিয়ে নিয়ে কিছু অজানা তথ্য প্রকাশ করেছেন।
তারা বিয়ের আগে পাঁচ বছর লিভ ইন সম্পর্কে ছিলেন দু’জনে। কারিনার কথায় সেই সম্পর্কে বেশ ভালোই ছিলেন তারা।
সাক্ষাত্কারে কারিনা জানিয়েছেন সাইফ এবং তার বিয়ে করার কারণ ছিল সন্তান। তারা দু’জনে সন্তান নিতে চেয়েছিলেন। তাই মূলত সেই কারণেই বিয়ের সিদ্ধান্ত নেওয়া।কারিনার কথায়, সাইফ আর আমি পাঁচ বছর একসঙ্গে ছিলাম।
আমরা পরবর্তী সিদ্ধান্ত নিয়েছিলাম কারণ আমরা সন্তান চেয়েছিলাম।২০১৬ সালে সাইফ এবং কারিনার প্রথম সন্তান তৈমুরের জন্ম হয়।
কারিনা বলেন, তিনি তাঁর সন্তানদের যথেষ্ট সম্মান করেন। তাদের কথারও সমান গুরুত্ব দেন। তৈমুর এবং জেহর ওপর জোর করে কিছু চাপিয়ে দেন না বেবো।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC