
আজ বৃহস্পতিবার সারাদেশে একযোগে শুরু হওয়া মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ২৫ জন শিক্ষার্থী বিশেষ ব্যবস্থায় অংশ নিয়েছে। এদের মধ্যে ফেনী জেলা কারাগারের দুজন বন্দী, যারা কারা প্রাঙ্গণেই পরীক্ষায় অংশ নিচ্ছে। এছাড়াও, শারীরিক প্রতিবন্ধকতা থাকা ২৩ জন শিক্ষার্থী শ্রুতিলেখকের (scribes) সহায়তায় পরীক্ষা দিচ্ছে।
কুমিল্লা শিক্ষা বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক মো. কবির উদ্দিন আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বোর্ডের অধীনে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার মোট ১ লাখ ৬৯ হাজার ৬৮০ জন পরীক্ষার্থী ২৭৩টি কেন্দ্রে এবারের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে।
বিশেষ ব্যবস্থায় পরীক্ষা দেওয়া শিক্ষার্থীদের বিষয়ে তিনি বলেন, “মোট ২৩ জন পরীক্ষার্থী শ্রুতিলেখকের সহযোগিতায় পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেছিল। আমরা তাদের আবেদন যাচাই-বাছাই করে সকলের অনুমোদন দিয়েছি।”
প্রতিবন্ধী পরীক্ষার্থীদের জন্য বিশেষ সুবিধার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, “পরীক্ষায় অংশগ্রহণকারী প্রতিবন্ধী শিক্ষার্থীরা স্বাভাবিকের চেয়ে এক-চতুর্থাংশ বেশি সময় পাবে। এমনকি যেসব প্রতিবন্ধী শিক্ষার্থীর শ্রুতিলেখকের প্রয়োজন নেই, কিন্তু লেখায় যাদের ধীরগতি রয়েছে, তারাও একই হারে অতিরিক্ত সময় পাবে।”
ফেনী জেলা কারাগারে বন্দী দুই শিক্ষার্থীর পরীক্ষা নেওয়ার বিষয়ে উপপরীক্ষা নিয়ন্ত্রক জানান, “আমরা আদালতের চিঠি পাওয়ার পরই তাৎক্ষণিকভাবে ওই দুজন পরীক্ষার্থীর পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করেছি। তাদের দুজনেরই বয়স ১৮ বছরের কম। তাদের জন্য প্রয়োজনীয় প্রশ্নপত্র, উত্তরপত্রসহ অন্যান্য কাগজপত্র ফেনী জেলা কারাগারে পৌঁছে দেওয়া হয়েছে।”