ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং পেশাদার কূটনীতিক নাহিদা সোবহান কানাডায় বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন। তিনি বর্তমানে জর্ডানে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্বরত আছেন। নাহিদা সোবহান কানাডায় হাইকমিশনার খলিলুর রহমানের স্থলাভিষিক্ত হবেন।
বুধবার (২৯ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পেশাদার কূটনীতিক নাহিদা সোবহান ১৫তম বিসিএসের মাধ্যমে ১৯৯৫ সালে ফরেন সার্ভিসে যোগ দেন। ২০২০ সাল থেকে জর্ডানে রাষ্ট্রদূতের দায়িত্ব পালনের আগে তিনি রোম, কলকাতা ও জেনেভায় বাংলাদেশ মিশনে এবং ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে মহাপরিচালক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের স্নাতকোত্তর ডিগ্রিধারী নাহিদা সোবহান বাংলার পাশাপাশি ইংরেজি, ফ্রেঞ্চ ও আরবি ভাষায় সমান দক্ষ। তিনি ব্যক্তিজীবনে দুই সন্তানের জননী।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC