বুধবার ১৬ জুলাই, ২০২৫

কাঁচামরিচ আমদানি বাড়লেও চড়া দাম

Rising Cumilla -Green pepper imports increase, but prices remain high
ছবি: সংগৃহীত

ভারতের সঙ্গে দীর্ঘ আট মাস পর হিলি স্থলবন্দর দিয়ে কাঁচামরিচ আমদানি শুরু হলেও, দেশের বাজারে এর দাম কমার কোনো লক্ষণ নেই। গত ১০ জুলাই থেকে আমদানি শুরু হলেও সোমবার একদিনেই রেকর্ড ১০ ট্রাক কাঁচামরিচ দেশে প্রবেশ করেছে।

তবুও হিলির পাইকারি বাজারে প্রতি কেজি কাঁচামরিচ ২২০ থেকে ২৪০ টাকায় বিক্রি হচ্ছে, যা সাধারণ ক্রেতাদের ধরাছোঁয়ার বাইরে।

ব্যবসায়ীরা বলছেন, দেশের বাজারে কাঁচামরিচের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণেই আমদানির পরিমাণ বাড়ছে। অনেক আমদানিকারক হিলিতে বিক্রি না করে আরও বেশি দামের আশায় ঢাকা, বগুড়াসহ দেশের বিভিন্ন অঞ্চলের বাজারে তা পাঠাচ্ছেন।

চলতি মৌসুমে বন্যা ও খরায় দেশের বিভিন্ন অঞ্চলে মরিচের আবাদ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে দেশীয় উৎপাদনের সরবরাহ কমে যাওয়ায় কাঁচামরিচের দাম ক্রমাগত বাড়ছে। হিলি বন্দরে আসা পাইকারি ক্রেতারাও একই কথা বলছেন। তাঁদের মতে, চাহিদা বাড়লেও সে তুলনায় যোগান কম।

উল্লেখ্য, প্রতি কেজি কাঁচামরিচ আমদানিতে সরকারকে ৩৭ টাকা শুল্ক দিতে হচ্ছে।

আরও পড়ুন