নড়াইল জেলার লোহাগড়ায় কলেজের ডিজিটাল বোর্ডে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের একটি বার্তা দেখা গেছে। বার্তায় বলা হয়েছে, ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে।’
গতকাল শনিবার লোহাগড়া সরকারি আদর্শ কলেজের ডিজিটাল বোর্ডে হঠাৎ ভেসে ওঠে এ বার্তা। এ ছাড়া ডিজিটাল বোর্ডে আরো ভেসে ওঠে ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা আবার আসবে বীরের বেশে।
সূত্র জানায়, নিষিদ্ধ ছাত্রলীগের এমন প্রচারে রাজনৈতিক মহলে ও প্রশাসনে তোলপাড়ের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, খবর পেয়ে গতকাল শনিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে স্থানীয় দুজন সাংবাদিক লোহাগড়া কলেজে যান। তারা লেখাগুলো ফেসবুকের মাধ্যমে অনলাইনে লাইভ প্রচার শুরু করেন। এরপরই বিষয়টি নিয়ে তোলপাড়ের সৃষ্টি হয়। খবর পেয়ে ও বিষয়টি ফেসবুক লাইভে দেখে প্রশাসনসহ বিএনপি ও তার অঙ্গ সংগঠন তৎপর হয়ে ওঠে।
তাৎক্ষনিকভাবে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা কলেজ ক্যাম্পাসে প্রতিবাদ মিছিল বের করেন। এ সময় খবর পেয়ে সেনাবাহিনীর একটি টিম ও লোহাগড়া থানা পুলিশ কলেজে পৌছয়। প্রশাসন ঘটনাস্থলে পৌছে লোকসমাগম সরিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করে।
এ বিষয়ে লোহাগড়া থানার ওসি (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনা তদন্তে কলেজের দুজন কম্পিউটার অপারেটর ও নাইটগার্ডকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এ বিষয়ে লোহাগড়া সরকারি আদর্শ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামরুন নাহার লিনা জানান, সেনাবাহিনীর সদস্যরা চলে গেছেন। পুলিশ প্রশাসন বিষয়টি তদন্ত করছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC