কলকাতায় আজ পাঞ্জাবি মতে বিয়ে করলেন অভিনেত্রী সায়নী দত্ত। লন্ডন থেকে হবু স্বামী গুরবিন্দরজিৎ সমরার এসে পড়েছেন আগেই। গায়ে হলুদের আগে হলুদ রঙের জামদানিতে সেজেছিলেন অভিনেত্রী। গুরবিন্দরজিতের পরনে ছিল হলুদ পাঞ্জাবি। একসঙ্গে ফ্রেমবন্দি হলেন হবু বর-কনে।
সায়নী বলেন, "বিরিয়ানি, বেক্ড ফিস্ অনেক কিছুই ছিল মেনুতে। আমি খুব বেশি খেতে পারিনি বুধবার। তবে বৃহস্পতিবার প্রচুর বিরিয়ানি খেয়েছি। অনেক দিন খাওয়া হয় না। যদিও আমি এই খাবারটা একটু এড়িয়েই চলি। তবু প্রচুর খেয়েছি। আমি খুব উত্তেজিত। দারুণ লাগছে। সবাই এসেছে। বন্ধুরাও সবাই আছে।"
[caption id="" align="alignnone" width="600"] গুরবিন্দরজিৎ সমরার সঙ্গে সায়নী দত্ত। ছবি: সংগৃহীত।[/caption]
তিনি আরো বলেন, "১৫ ডিসেম্বর পাঞ্জাবি মতেই বিয়ে হবে। তার পর কলকাতার একটি হোটেলে বন্ধুবান্ধব, ঘনিষ্ঠদের নিয়ে একটা খাওয়াদাওয়ার আয়োজন করেছেন তিনি। ১৬ ডিসেম্বর সব্যসাচী মুখোপাধ্যায়ের অরগ্যানজা শাড়িতে সাজবেন তিনি। দু'দিনে শেষ নয়। এর পর চণ্ডীগড় এবং মুম্বাইয়েও আলাদা করে খাওয়াদাওয়ার আয়োজন করা হয়েছে।"
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC