পুলিশ সদস্যদের কর্মস্থলে ফিরতে সকল শ্রেণিপেশার মানুষসহ আপামর জনসাধারণকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে পুলিশ সদর দপ্তর।
বৃহস্পতিবার (৮ আগস্ট) সকালে পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক খুদে বার্তায় এই আহ্বান জানানো হয়।
এদিকে গতকাল পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম সারা দেশে পুলিশ সদস্যদের ২৪ ঘণ্টার মধ্যে নিজ নিজ কর্মস্থলে যোগ দিতে আহ্বান জানান।
এর প্রেক্ষিতে যেসব পুলিশ সদস্যরা কর্মস্থলে যোগদানের উদ্দেশ্যে রওনা হয়েছেন তাদেরকে সহযোগিতা করতে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ, রাজনৈতিক দল, শিক্ষার্থী ও আপামর জনসাধারণের নিকট আহ্বান জানিয়েছে পুলিশ সদর দপ্তর।
খুদে বার্তায় আরও বলা হয়, পুলিশ সদস্যরা কর্মস্থলে আসার পথে বাধার সম্মুখীন হচ্ছেন বলে যে সংবাদ প্রচার করা হচ্ছে, সেগুলোর সত্যতা পাওয়া যায়নি। গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছে পুলিশ।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC