কুমিল্লার মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৩ জন চিকিৎসক ও কর্মচারী কর্মস্থলে অনুপস্থিত থাকায় তাদের কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নোটিশ দেওয়া ব্যক্তিদের নাম জানা যায়নি।
আজ শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে বায়োমেট্রিক হাজিরা পরীক্ষা করে তাদের এই নোটিশ দিয়েছেন কুমিল্লার সিভিল সার্জন নাছিমা আক্তার।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) কামরুন নাহার কলি।
এ বিষয়ে কামরুন নাহার কলি বলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সায়মা রহমান ঢাকায় প্রশিক্ষণে আছেন। তিনি আগামী বুধবার পর্যন্ত প্রশিক্ষণে থাকবেন। এই সুযোগে ১৩ জন চিকিৎসক ও কর্মচারী শনিবার অনুপস্থিত ছিলেন। অনুপস্থিত থাকা চিকিৎসা-কর্মচারীদের মধ্যে কয়েকজন উপস্থিত থাকলেও হাজিরা দেননি। রবিবার হাজিরার বিষয়টি ঠিক করা হবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC