করোনাভাইরাস বাংলাদেশসহ পুরো বিশ্বে আতঙ্ক ছড়িয়েছিল। যার প্রভাবে প্রাণ হারায় অসংখ্য মানুষ। দীর্ঘদিন যাবত প্রাণঘাতী এই ভাইরাসের সংক্রমণ না থাকলেও আবারও সংক্রমণ হচ্ছে বলে জানা গেছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত ও চীনসহ বেশ কয়েকটি দেশে সংক্রমণ হচ্ছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্টের সাব-ভ্যারিয়েন্ট ‘জেএন.১’ দ্রুত সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, জেএন.ওয়ান সাব-ভ্যারিয়েন্ট ভারত, চীন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ আরও বেশ কয়েকটি দেশে পাওয়া গেছে।
এই মুহূর্তে জনস্বাস্থ্যে ঝুঁকি কম এবং বর্তমান টিকাগুলো এর প্রতিরোধে কাজে আসবে উল্লেখ করে ডব্লিউএইচও বলেছে, তবে শীতে করোনা ও অন্যান্য সংক্রমণ ব্যাধি ছড়ানোর আশঙ্কা আছে।
সংস্থাটি আরও জানায় যে তারা জেএন.ওয়ানসহ ওমিক্রনের অন্যান্য সাব-ভ্যারিয়েন্টের ছড়িয়ে পড়ার বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে।
যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসিপি) জানিয়েছে, জেএন.ওয়ান এখন যুক্তরাষ্ট্রে দ্রুত ছড়িয়ে পড়ছে। দেশটির মোট সংক্রমণের মধ্যে ১৫ থেকে ২৯ শতাংশ এই সাব-ভ্যারিয়েন্টের কারণে হয়েছে।
বিশ্বজুড়ে বিজ্ঞানীরা করোনাভাইরাসের নতুন এই ধরন নিয়ে শঙ্কিত যা আগের সব ভ্যারিয়েন্টের তুলনায় সবচেয়ে বেশি সংক্রামক হয়ে উঠতে পারে। খবর: দ্য হিন্দুস্তান টাইমস।
এ অবস্থায় নতুন ভাইরাসটিকে এড়ানোর জন্য কিছু পরামর্শও দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। জনসাধারণের ভিড় এবং আবদ্ধ স্থানগুলোতে মুখে মাস্ক পরিধান করা ছাড়াও হাঁচি-কাশি ঢেকে রাখা, প্রতিদিন হাত পরিষ্কার করা, যথাযথভাবে টিকাগুলো নেয়া, অসুস্থ হলে বাড়িতে থাকা এবং সন্দেহ হলে পরীক্ষা করার পরামর্শ দেয়া হয়েছে।