অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের দীর্ঘ প্রাক্-বিবাহ অনুষ্ঠান চলছে এক বছর ধরে। এই বিয়েতে নেচেছিলেন বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডে। তারপর প্রশ্ন উঠে, তিনি কবে বিয়ে করছেন? নতুন আলোচনার সূত্রপাত হয় সেখান থেকেই।
ক্রিকেটার হার্দিক পান্ডিয়ার সঙ্গে তার প্রেমের কাহিনি ছড়িয়ে পড়েছে সর্বত্র। এমনকি ঘটনার খবরও প্রকাশিত হয়েছে সংবাদমাধ্যমে।
এছাড়া অনন্ত-রাধিকার বিয়ের একটি ভিডিওতে দেখা গেছে, ‘সিম্বা’ সিনেমার ‘আঁখ মারে’ গানে নাচছেন অনন্যা। সেখানে দেখা গেছে হার্দিক পান্ডিয়াকেও। তাদের রোমান্টিক দৃষ্টি বিনিময় নজর এড়ায়নি উপস্থিত অতিথিদের।
সবাই ধরে নিয়েছেন, তাদের মধ্যে হৃদয় বিনিময়ও হয়ে গেছে। তার মধ্যে নতুন তথ্য দিয়েছেন অনন্যা। এরই মধ্যে বিয়ে নিয়ে চিন্তা-ভাবনা শুরু করেছেন তিনি। জানিয়েছেন কী রকম অনুষ্ঠানের মধ্যদিয়ে বিয়ে করবেন তিনি।
এদিকে সম্প্রতি এক ভিডিওতে অনন্যা পান্ডেকে বলতে শোনা যায়, নিজের বিয়েতে তিনটি অনুষ্ঠান করবেন তিনি। কারণ তিনি সবার সঙ্গে বিভিন্ন পর্বে আনন্দ ভাগাভাগি করতে চান। কেউ কেউ মনে করছেন, অনন্ত-রাধিকার বিয়ে যেমন কয়েকটি পর্বে অনুষ্ঠিত হয়েছে, সেরকম অনন্যাও নিজের বিয়ে জাকজমকপূর্ণ ও স্মরণীয় করতে চান।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC