জুলাই ৩, ২০২৫

বৃহস্পতিবার ৩ জুলাই, ২০২৫

কফি খেতে খেতে ৫ উইকেট পতন দেখলেন তাসকিন!

Rising Cumilla -Taskin Ahmed
ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ৭৭ রানের হারের পর বাংলাদেশ দলের পেসার তাসকিন আহমেদ গণমাধ্যমকে জানিয়েছেন ড্রেসিংরুমে তার ভিন্ন এক অভিজ্ঞতার কথা। মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে তানজিদ তামিম ও নাজমুল হোসেন শান্তর ব্যাটে দারুণ শুরু পেয়েছিল বাংলাদেশ। কিন্তু ৯৯ রানে শান্তর রান আউটের পর ১০৫ রানেই ৮ উইকেট হারিয়ে ফেলে টাইগাররা।

ম্যাচ হারের পর সংবাদ সম্মেলনে তাসকিন বলেন, “এটা আমাকে মনে করিয়ে দেয় যে, ক্রিকেটে কিছু অনিশ্চয়তা আছে… আমি আশা করিনি, কারণ আমি ড্রেসিংরুমে বসে কফি খাচ্ছিলাম, হঠাৎই ৫ উইকেট পড়ে গেল। কিন্তু আশা করি, আমরা পরের ম্যাচে আরও শক্তিশালী হয়ে ফিরব। সবাই ভুল থেকে শিখে, কিন্তু এটা ভালো লাগেনি।”

তিনি আরও যোগ করেন, “আসলে একটা ওভারে ২ জন সেট ব্যাটসম্যান আউট হয়ে যাওয়াতে হয়ত কিছুটা প্যানিক হয়েছিল। তো তখন দেখা গেছে, চাপের মধ্যে প্যানিক হওয়াতে যেভাবে আউটগুলো হয়েছে, একটু অপ্রত্যাশিত ছিল। কারণ আপনারাও জানেন যে আমরা যেভাবে আউট হয়ে গেছি, এতটাও বাজে টিম আমরা না।”

তবে তাসকিন দ্রুতই এই হার কাটিয়ে ওঠার ব্যাপারে আশাবাদী। তিনি বলেন, “সবার ক্যাপাবিলিটি আছে, অপ্রত্যাশিত এই ধসের জন্যই হেরে গেলাম, কিন্তু আমরা আশা করছি, দ্রুত কাটিয়ে উঠব সব সমস্যা এবং সামনে ভালো জয় নিয়ে আসব, কারণ স্বপ্ন দেখা ছাড়া তো এগোনো যাবে না, প্রতিদিন আমরা অনেক কঠোর পরিশ্রম করছি, বাকিটা আল্লাহর ইচ্ছা, দোয়া রাখবেন।”

আরও পড়ুন