যুক্তরাষ্ট্রে পর্যটন ভিসায় গিয়ে সন্তান জন্মদান, যা ‘বার্থ ট্যুরিজম’ নামে পরিচিত, সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করেছে মার্কিন সরকার। দেশটির পররাষ্ট্র দপ্তর স্পষ্ট জানিয়েছে যে, কোনো ভিসা আবেদনকারীর ভ্রমণের মূল উদ্দেশ্য যদি যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দেওয়া হয়, তবে তার আবেদন সরাসরি প্রত্যাখ্যান করা হবে।
এই বিষয়ে গত শুক্রবার ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস সতর্কবার্তা দিয়েছে।
দূতাবাসের বার্তায় বলা হয়েছে, অনেক বিদেশি নাগরিক কেবল সন্তান জন্মদানের উদ্দেশ্যে আমেরিকায় প্রবেশ করেন এবং পরে চিকিৎসার ব্যয়ভার মেটাতে সরকারি অর্থ সহায়তার ওপর নির্ভরশীল হয়ে পড়েন। এর ফলে যুক্তরাষ্ট্রের করদাতাদের ওপর অনাকাঙ্ক্ষিত বোঝা তৈরি হয়। এমন কার্যকলাপের সাথে জড়িত অভিভাবকরা ভবিষ্যতে তাদের ভিসা নবায়নের যোগ্যতাও হারাতে পারেন বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী, সেদেশে জন্ম নেওয়া যেকোনো শিশু স্বয়ংক্রিয়ভাবে মার্কিন নাগরিকত্ব লাভ করে। এই নিয়মের সুযোগ নিয়ে বহু বিদেশি নাগরিক তাদের সন্তানকে ‘অ্যাঙ্কর বেবি’ হিসেবে ব্যবহার করে পরবর্তীতে মার্কিন যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের সুযোগ নেওয়ার চেষ্টা করেন।
এ ধরনের অপব্যবহার রুখতে যুক্তরাষ্ট্র সরকার ভিসা যাচাই-বাছাইয়ের নিয়মাবলী আরও কঠোর করেছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, ভিসা আবেদনকারীর ভ্রমণের উদ্দেশ্য নিয়ে সামান্যতম সন্দেহ দেখা দিলেই ভিসা প্রত্যাখ্যানের হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাচ্ছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC