মে ৮, ২০২৫

বৃহস্পতিবার ৮ মে, ২০২৫

“কঠিন বাস্তবতা হলো, এআই আপনার চাকরি কেড়ে নিতে আসছে”– ফাইভার সিইও

ছবি: সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্রমবর্ধমান প্রভাব কর্মসংস্থানের বাজারে বড় ধরনের পরিবর্তন আনতে চলেছে। এই পরিস্থিতিতে কর্মীদের দক্ষতা বৃদ্ধি ও দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার ওপর জোর দিয়েছেন ইসরাইলি বহুজাতিক অনলাইন মার্কেটপ্লেস ফাইভারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মিকা কাউফম্যান।

সম্প্রতি ফাইভারের অভ্যন্তরীণ একটি মেমোতে তিনি এই বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন, যা পরবর্তীতে সামাজিক মাধ্যমেও ছড়িয়ে পড়ে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এই খবরটি প্রকাশ করেছে।

প্রযুক্তির অভাবনীয় বিকাশের গতিতে অনলাইন প্ল্যাটফর্মভিত্তিক বাজার এবং শিল্পকারখানাগুলো নতুন করে ঢেলে সাজানোর সম্ভাবনা তৈরি হয়েছে। এই পরিবর্তনের ইঙ্গিত দিয়ে মিকা কাউফম্যান ফ্রিল্যান্সার ও কর্মীদের ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করার আহ্বান জানিয়েছেন।

তিনি স্পষ্ট ভাষায় বলেন, “কঠিন বাস্তবতা হলো, এআই আপনার চাকরি কেড়ে নিতে আসছে, এমনকি আমার চাকরিও। এটা আপনাদের জেগে ওঠার সময়। আপনি প্রোগ্রামার, ডিজাইনার, পণ্য ব্যবস্থাপক, ডেটা বিজ্ঞানী, আইনজীবী, বিক্রেতা অথবা ব্যবসায়ী যেই হোন না কেন, কৃত্রিম বুদ্ধিমত্তা আপনার কর্মস্থলের দিকে ধেয়ে আসছে।”

মিকা কাউফম্যান আরও বলেন, “একসময় যে কাজগুলো সহজ বলে মনে করা হতো, সেগুলো এখন আর নেই। কঠিন কাজগুলো সহজ হয়ে গেছে, আর যা অসম্ভব মনে হতো, তা এখন নতুন ‘কঠিন কাজ’ হিসেবে আত্মপ্রকাশ করেছে।”

তিনি কর্মীদের উদ্দেশে বলেন, “আপনারা বর্তমানে যা করছেন, যদি সেখানে অসাধারণ দক্ষতা না দেখাতে পারেন, তবে কয়েক মাসের মধ্যেই কর্মসংস্থান হারানোর ঝুঁকিতে পড়তে পারেন।”

ফাইভারের এই শীর্ষ কর্মকর্তা কর্মীদের সর্বশেষ এআই উদ্ভাবন সম্পর্কে আরও বেশি পড়াশোনা এবং দক্ষতা অর্জনের পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, “এআই প্রোগ্রাম, বিশেষ করে লার্জ ল্যাংগুয়েজ মডেলসের (এলএলএমএস) ওপর দক্ষতা অর্জন করা অপরিহার্য।”

যারা এই পরিবর্তনের গুরুত্ব উপলব্ধি করতে পারবেন না এবং প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে ব্যর্থ হবেন, তাদের কর্মজীবন হুমকির মুখে পড়বে বলে তিনি সতর্ক করেছেন। তাই কর্মীদের আরও বেশি দক্ষতা ও দ্রুততার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন মিকা কাউফম্যান।

শুধু তাই নয়, এই প্রযুক্তি বিপ্লবের ধারায় সার্চ জায়ান্ট গুগলও ‘সেকেলে’ হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ফাইভারের প্রধান নির্বাহী কর্মকর্তা।

আরও পড়ুন