ডিসেম্বর ১৩, ২০২৪

শুক্রবার ১৩ ডিসেম্বর, ২০২৪

ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের দুই ম্যাচের ভেন্যুতে আগুন

A fire broke out at the venue of Bangladesh's two matches in the ODI World Cup
ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের দুই ম্যাচের ভেন্যুতে আগুন। ছবি: সংগৃহীত

আসন্ন ওয়ানডে বিশ্বকাপে কলকাতার ইডেন গার্ডেন্সে দুইটি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। নেদারল্যান্ডস ও পাকিস্তানের বিপক্ষে ২৮ ও ৩১ অক্টোবর এই দুইটি ম্যাচ অনুষ্ঠিত হবে। বিশ্বকাপের যখন অল্প সময় বাকি ঠিক তখনই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে কলকাতার ইডেন গার্ডেন্স স্টেডিয়ামে।

গতকাল বুধবার (৯ আগস্ট) রাতে এই দুর্ঘটনা ঘটে।

বিশ্বকাপকে সামনে রেখে ইডেনে চলছে মেরামত কাজ। এরই মাঝে আচমকা ইডেনের ড্রেসিং রুমে আগুন লাগে। এ সময় ধোঁয়ায় ঢেকে যায় চার দিক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান ফায়ার সার্ভিসের কর্মীরা। আনুমানিক রাত ১২টা ৩০ মিনিটে স্টেডিয়ামের এই আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রাথমিক তদন্তের পর ধারণা করা হচ্ছে, শর্ট-সার্কিট থেকেই আগুন লেগেছে। বড়সড় কোনো ক্ষতি না হলেও ড্রেসিংরুমে থাকা খেলায়াড়দের সরঞ্জাম আগুনে পুড়ে গেছে। অগ্নিকাণ্ডের ঘটনায় ইডেনের বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করে দেওয়া হয়।

এবারের বিশ্বকাপে গুরুত্বপূর্ণ পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হবে ইডেনে। যার মধ্যে আছে সেমিফাইনালের মত গুরুত্বপূর্ণ ম্যাচও। বর্তমানে সেখানে চলছে শেষ সময়ের কাজ। ১৫ সেপ্টেম্বরের মধ্যে ভেন্যু আইসিসিকে বুঝিয়ে দেওয়ার কথা রয়েছে। তবে বুধবার রাতের এই দুর্ঘটনায় ইডেনের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে।