টেস্ট এবং টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানানোর পর এবার ওয়ানডে ক্রিকেটেও কি ইতি টানতে চলেছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি? সম্প্রতি ভারতীয় ক্রিকেট মহলে এই প্রশ্নই সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে। ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপকে তাঁদের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ লক্ষ্য হিসেবে ধরা হলেও, নতুন এক প্রতিবেদনে এসেছে ভিন্ন খবর।
ভারতীয় গণমাধ্যম দৈনিক জাগরণের এক রিপোর্ট অনুযায়ী, আসন্ন অস্ট্রেলিয়া সিরিজই হতে পারে এই দুই কিংবদন্তির শেষ ওয়ানডে সিরিজ। ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)-এর এক সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে যে, যদি তাঁরা ২০২৭ বিশ্বকাপ খেলতে চান, তবে তাঁদের ঘরোয়া ক্রিকেটেও নিজেদের প্রমাণ করতে হবে।
নতুন নীতি অনুযায়ী, জাতীয় দলে সুযোগ পেতে হলে খেলোয়াড়দের ঘরোয়া টুর্নামেন্ট, যেমন বিজয় হাজারে ট্রফি, খেলতে হবে। এর আগে ইংল্যান্ড সফরের আগে তাঁদের রঞ্জি ট্রফি খেলতে বলা হয়েছিল, এবারও একই অনুরোধ করা হতে পারে।
তরুণ ক্রিকেটারদের দারুণ পারফরম্যান্সের কারণে নির্বাচকরা এখন থেকেই ২০২৭ বিশ্বকাপের জন্য দল গোছানো শুরু করেছেন। তাই, রোহিত ও কোহলির মতো সিনিয়র খেলোয়াড়দের ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে। আগামী কয়েক মাসের মধ্যেই হয়তো এই অনিশ্চয়তার অবসান ঘটবে এবং বোঝা যাবে, ২০২৭ সালের বিশ্বকাপে 'হিটম্যান' ও 'কিং কোহলি'কে আবার দেখা যাবে কিনা।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC