বাল্যবিয়ের ভয়াবহ চিত্র ফুটে উঠেছে নতুন এক প্রতিবেদনে। বিশ্বে সবচেয়ে বেশি বাল্যবিয়ে হয়েছে এমন তালিকায় অষ্টম অবস্থানে রয়েছে বাংলাদেশ। আর এশিয়ার মধ্যে শীর্ষে। দেশটিতে ১৮ বছর পূর্ণ হওয়ার আগেই ৫১ শতাংশ মেয়ের বিয়ে হয়ে যায়।
গতকাল শনিবার (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে প্রকাশিত ইউনিসেফ, প্ল্যান ইন্টারন্যাশনাল ও ইউএন উইমেনের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০-২৪ বছর বয়সী নারীদের মধ্যে ৫১.৪ শতাংশের বিয়ে হয়েছে ১৮ বছরের আগে। ২৪ শতাংশ নারী ১৮ বছর পূর্ণ হওয়ার আগেই সন্তানের জন্ম দেয়। এই অল্প বয়সে মাতৃত্বের কারণে নারীরা বিভিন্ন স্বাস্থ্যঝুঁকির সম্মুখীন হয়।
১৫-১৯ বছর বয়সী কিশোরী-তরুণীদের ২৮ শতাংশ গত ১২ মাসে তাদের সঙ্গীর দ্বারা শারীরিক বা যৌন সহিংসতার শিকার হয়েছে। এছাড়া, মাত্র ৪৭ শতাংশ মেয়ে প্রজনন স্বাস্থ্য সম্পর্কিত সিদ্ধান্ত নিতে সক্ষম।
ডিজিটাল দক্ষতার ক্ষেত্রেও বাংলাদেশের চিত্র হতাশাজনক। বিশ্বের যে সাতটি দেশে কিশোরী ও তরুণীদের ডিজিটাল দক্ষতা ২ শতাংশ বা তারও কম, তার মধ্যে বাংলাদেশ অন্যতম।
উল্লেখ্য, ‘গার্লস গোলস: হোয়াট হ্যাজ চেঞ্জড ফর গার্লস? অ্যাডোলেসেন্ট গার্লস রাইটস ওভার ৩০ ইয়ার্স’ শীর্ষক প্রতিবেদনটিতে কিশোরী মেয়েদের ক্ষমতায়নে বিনিয়োগ ও নীতি পরিবর্তনের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC