বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের জন্য আসছে এক দারুণ সুখবর। ঈদ উৎসবের আনন্দ এবার আরও দ্বিগুণ হতে চলেছে, কারণ তাদের উৎসব ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এখন থেকে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা উৎসব ভাতা হিসেবে তাদের মূল বেতনের ৫০ শতাংশ পাবেন, যা বর্তমানে ছিল মাত্র ২৫ শতাংশ।
সম্প্রতি অনুষ্ঠিত ‘বাজেট মনিটরিং ও সম্পদ কমিটি’র সভায় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি গৃহীত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পক্ষ থেকে উত্থাপিত এই প্রস্তাবনায় অর্থ বিভাগও তাদের সম্মতি জানিয়েছে।
সূত্রে জানা গেছে, আসন্ন ঈদুল আজহা থেকেই এই নতুন নিয়ম কার্যকর হতে পারে। বর্তমানে অর্থ উপদেষ্টা ও অর্থসচিব বিশ্বব্যাংক-আইএমএফ এর সভায় যোগ দিতে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। আগামী ২৯ এপ্রিল তাদের দেশে ফেরার কথা রয়েছে। তাদের প্রত্যাবর্তনের পরই এই বিষয়ে চূড়ান্ত অনুমোদন দেওয়া হতে পারে বলে আশা করা যাচ্ছে।
বর্তমানে সারাদেশে প্রায় ৩ লাখ ৯৮ হাজার ৬৮ জন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী এমপিওভুক্ত রয়েছেন। উৎসব ভাতা বৃদ্ধির এই সিদ্ধান্ত কার্যকর হলে সরকারের অতিরিক্ত প্রায় ২২৯ কোটি টাকা ব্যয় হবে।
তবে এই সিদ্ধান্তের ফলে শিক্ষক-কর্মচারীদের ঈদ উৎসবের আনন্দ অনেকগুণ বেড়ে যাবে, যা তাদের কর্মস্পৃহা বৃদ্ধিতেও সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC