আমরা প্রতিনিয়তই অনলাইনে বিভিন্ন তথ্য খুঁজে থাকি। কিন্তু এই তথ্যগুলো সবসময়ই সঠিক হয়, এমনটা কিন্তু নয়। বিভিন্ন ওয়েবসাইটে ভুল বা মিথ্যা তথ্যের কারণে অনেকেই বিপাকে পড়েন। এই সমস্যার সমাধানে এবার এগিয়ে এল গুগল ক্রোম।
ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদন অনুযায়ী, ক্রোম ব্রাউজারে শীঘ্রই যুক্ত হতে চলেছে নতুন একটি ফিচার যার নাম ‘স্টোর রিভিউস’। এই ফিচারটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে বিভিন্ন ওয়েবসাইটের তথ্যের সত্যতা যাচাই করবে এবং ব্যবহারকারীদের সামনে একটি সংক্ষিপ্ত সারাংশ তুলে ধরবে।
এর ফলে ব্যবহারকারীরা কোনো ওয়েবসাইটে প্রবেশ করার আগেই বুঝতে পারবেন যে সেখানকার তথ্য কতটা নির্ভরযোগ্য। এই ফিচারটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। কিন্তু পুরোদমে চালু হলে ক্রোম ব্রাউজারে একটি পপআপ প্যানেল দেখা যাবে, যেখানে বিভিন্ন ওয়েবসাইটের তথ্যের সারাংশ দেখা যাবে।
এদিকে, যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এবং বেশ কয়েকটি অঙ্গরাজ্য গুগলের বিরুদ্ধে বাজারে একচেটিয়া আধিপত্য বজায় রাখার অভিযোগে মামলা করেছে। অভিযোগ প্রমাণিত হলে গুগলকে ছয় মাসের মধ্যে ক্রোম ব্রাউজার বিক্রি করতে হতে পারে। ফলে ক্রোম ব্রাউজারের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।