এপ্রিল ১, ২০২৫

মঙ্গলবার ১ এপ্রিল, ২০২৫

এবার রমজানে মক্কা-মদিনায় ওমরা করেছেন প্রায় ১২ কোটি ২৩ লাখ মুসল্লি

RisingCumilla - Umrah
প্রতীকি ছবি/সংগৃহীত

রমজানের শেষ মুহূর্তে মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববীতে রেকর্ড সংখ্যক দর্শনার্থীর সমাগম ঘটেছে। জেনারেল অথরিটি ফর দ্য অ্যাফেয়ার্স অফ দ্য গ্র্যান্ড মসজিদ অ্যান্ড দ্য গ্র্যান্ড মসজিদের সিইও ইঞ্জিনিয়ার গাজী আল-শাহরানি জানিয়েছেন, এই পবিত্র রমজানে দুই মসজিদে মোট ১২ কোটি ২২ লাখ ৮৬ হাজার ৭১২ জন দর্শনার্থী এসেছেন।

এর মধ্যে ১ কোটি ৬৫ লাখ ৫৮ হাজার ২৪১ জন ওমরাহ পালন করেছেন, ৯ কোটি ২১ লাখ ৩২ হাজার ১৬৯ জন মুসল্লি মক্কার মসজিদে নববীতে সমবেত হয়েছেন এবং ৩০ কোটি ১৫৪ লাখ ৫৪৩ জন মুসল্লি মদিনার মসজিদে নববীতে সমবেত হয়েছেন।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আল-শাহরানি দুই পবিত্র মসজিদের খাদেম, যুবরাজ বাদশাহ সালমান এবং প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। পাশাপাশি, আল্লাহর মেহমানদের সেবায় যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, তাদের প্রতিও তিনি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

এদিকে, পবিত্র মক্কা নগরীতে ২৯ রমজান রাতে (শুক্রবার, ২৮ মার্চ) অনুষ্ঠিত খতমুল কোরআন নামাজে মুসল্লিদের ঢল নামে। মক্কার গ্র্যান্ড মসজিদ নামে পরিচিত মসজিদুল হারামে এদিন একসঙ্গে ৪১ লাখেরও বেশি মুসল্লি ও ওমরাহ পালনকারী নামাজ আদায় করেন।

সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী ড. তৌফিক আল-রাবিয়াহ জানান, ওই রাতে ৩৪ লাখেরও বেশি মুসল্লি এশা ও তারাবিহ নামাজে অংশ নেন। পাশাপাশি, ছয় লাখ ৪৬ হাজার ৬০০ জনেরও বেশি মানুষ ওমরাহ পালন করেন।

মুসল্লিদের সুবিধার জন্য কর্তৃপক্ষ বিশেষ ব্যবস্থা গ্রহণ করে। প্রায় ২৮ হাজার ২০০ জন মুসল্লিকে ভ্রাম্যমাণ গাড়িতে চলাচলের সুবিধা দেওয়া হয়। এক লাখ ৩৫ হাজার ৬০০ জন লোকেশন গাইডেন্স সেবা গ্রহণ করেন। পাশাপাশি, ৪২ হাজারের বেশি জমজমের পানির বোতল এবং সাত লাখ দুই হাজার রোজাদারের মধ্যে ইফতার বিতরণ করা হয়।

লাইলাতুল কদরের পবিত্র রাতটি লাভের আশায় মুসল্লিরা গভীর নিষ্ঠার সঙ্গে তাদের ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করেন। মুসল্লিদের নিরাপত্তা ও আরাম নিশ্চিত করতে কর্তৃপক্ষ সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।