হালের জনপ্রিয় অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল কাজের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয়। তবে তার নানান বিতর্কিত কর্মকাণ্ডের কারণে খবরের শিরোনামেও উঠে আসে তার নাম। এবার তরুণ নির্মাতা নুহাশ হুমায়ূনের সঙ্গে প্রেমের গুঞ্জন উঠেছে সুনেরাহর।
সম্প্রতি নুহাশ হুমায়ূনের জন্মদিন উপলক্ষে তার সঙ্গে কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করে শুভেচ্ছা জানান সুনেরাহ। সেই ছবি নিয়ে নানা সমালোচনা হয়। নুহাশের সঙ্গে প্রেম করছেন কি না? এমন প্রশ্নে রীতিমতো ঝড় উঠে নেটদুনিয়ায়।
বিষয়টি নিয়ে বিরক্তি প্রকাশ করে সুনেরাহ বলেন, এখন নুহাশ আমার মিডিয়ার সহকর্মী বলেই কি আপনারা জিজ্ঞাসা করছেন। কিন্তু মিডিয়ার বাইরের বন্ধুদের সঙ্গে ছবি দিলেও একইভাবে মন্তব্য করে। এখন সোশ্যাল মিডিয়ার কে কী বলছে, এগুলো ঘেঁটে কি লাভ আছে? মানুষ তো কতো কিছুই বলে। ফেসবুক মানেই মানুষ যা ইচ্ছা বলতে, লিখতে পারবে। যে কারণে এখন ছবি পোস্ট করতেই বিরক্ত লাগে। বন্ধুদের সঙ্গে ছবি দিলেও ধরে নেয় বয়ফ্রেন্ড। পরে যা ইচ্ছা, তা–ই বলতে থাকে। এখানে স্বাধীনতা বলে কিছু নেই।
কিছুদিন আগেই সুনেরাহর ছবি ডাউনলোড করে ফেসবুকে কপিরাইট ক্লেইম করেন এক ব্যক্তি। এ বিষয়ে সুনেরাহ বলেন, “আমার ছবি সেটা অন্য একজন আমার পোস্ট থেকে কপি করে আমাকে দোষী বানিয়েছে, ফেসবুকের কাছে অভিযোগ করেছে, আমি তার ছবি ব্যবহার করেছি। যা হওয়ার তা–ই! মার্চ পর্যন্ত আমি ফেসবুক পেজ ব্যবহার করতে পাবর না। আমার নিজের ছবি দিয়েই কপিরাইট ক্লেইম দিয়েছে। যে কপিরাইট ক্লেইম করেছে, সে আবার আমাকে ব্লক করে রেখেছে। তাকেও ধরতে পারছি না। এখন কী করব, কিছুই করার নেই।”
অভিনেত্রী আরো বলেন, এখনো অনেক ফেসবুক ব্যবহারকারী রয়েছেন, যাদের নিয়মিত কাজ মানুষকে বিপদে ফেলা। কেউ কেউ নিয়মিত অভিনয়শিল্পীদের অনুসরণ করে ওত পেতে থাকেন ক্ষতি করার জন্য।
সুনেরাহ বলেন, আমি নুহাশের ‘মশারি’ সিনেমায় অভিনয় করেছি। সেটি বেশ কিছু উৎসব থেকে পুরস্কৃত হয়েছে। গতকাল ছিল নুহাশের জন্মদিন। তার সঙ্গে ছবিসহ ফেসবুকে জন্মদিনের শুভেচ্ছা জানালে ক্ষতি কী? এখানে কার সঙ্গে কী বন্ধুত্ব, চেনাজানা হতে পারে না!
এর আগে অভিনেতা রাজের সঙ্গে ছবি এবং ভিডিও ভাইরাল হয়েছিল সুনেরাহ। সেসময় ব্যাপক তোপের মুখে পড়েন এই অভিনেত্রী।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC