ঢাকাই সিনেমার ‘বিউটি কুইন’ খ্যাত চিত্রনায়িকা অপু বিশ্বাসের গত ঈদুল ফিতরে কোনও সিনেমা-ই মুক্তি পায়নি।এতে তার ভক্তরা মন খারাপ করেছিলেন। তবে এবার ঈদে অপু নতুন সিনেমা আসছে।
এবার ঈদুল আজহায় অপুর প্রযোজনায় প্রথম সিনেমা ‘লাল শাড়ি’ দর্শকের উপহার দিচ্ছেন। প্রযোজনার পাশাপাশি এ সিনেমার অভিনয়ও করছেন অপু বিশ্বাস। সিনেমাটি পরিচালনা করছেন বন্ধন বিশ্বাস।
তিনি বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করে বলেন, রোজার ঈদে ‘লাল শাড়ি’ সিনেমাটি মুক্তি দেওয়ার কথা ছিল। কিন্তু কিছু সমস্যার কারণে তা দিতে পারি নাই। কিন্তু এইবার মুক্তি দিবো সে লক্ষ্য নিয়ে সকল কাজ চলছে।
লাল শাড়ি’ তৈরি হয়েছে বাংলাদেশের ঐতিহ্যবাহী তাঁতশিল্প নিয়ে। প্রধান চরিত্রে অভিনয়ও করছেন অপু বিশ্বাস ও চিত্রনায়ক সাইমন সাদিক। সিনেমা নিয়ে বন্ধন বিশ্বাস বলেন, ‘লাল শাড়ি আমাদের দেশের তাঁতি জনগোষ্ঠীর গল্প। বাংলাদেশের শাড়ি একসময় দেশের বাইরেও সমাদৃত ছিল। আমরা জামদানির হারানো ঐতিহ্য তুলে ধরেছি এ সিনেমায়। দারুণ একটি কাজ হয়েছে।’
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC