দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন আজ। নির্বাচনি প্রচার-প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করেছেন প্রার্থীরা। ভোটারদের মধ্যেও কাজ করছে উদ্দীপনা। এই তালিকায় রয়েছেন দেশের শোবিজ তারকারাও।
‘সুরঙ্গ’খ্যাত অভিনেত্রী তমা মির্জা ঢাকার বাড্ডার ভোটার। তিনি বলেন, ‘এবারের নির্বাচন আমার কাছে উৎসব মনে হচ্ছে। কোথাও কোনো বাধা নেই। স্বাভাবিক জীবন-যাপনে চলছে সবাই। পরিবেশটাও ভালো লাগছে।’
তিনি আরো বলেন, ‘আমি ঢাকা-১১ আসনের ভোটার। এখানে ভোটের উৎসব লক্ষ্য করা যাচ্ছে। জানি না শেষ পর্যন্ত কি হয়। অবশ্যই ভোট দিতে যাবো। ভোটের মাধ্যমে পছন্দের প্রার্থীকে জয়ী করতে পারবো ইনশাল্লাহ।’
তমা মির্জা বলেন, ‘আমি চাই একটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট হোক। ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে পারেন।’
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC