এবারের ঈদযাত্রায় কোনো ধরনের টিকিট কালোবাজারি হয়নি এবং এতে রেলওয়ের কোনো কর্মকর্তাও জড়ানোর সাহস পায়নি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম।
রবিবার (৩০ মার্চ) সকাল সাড়ে ১০টায় কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, প্রতি বছর ঈদযাত্রার সময় টিকিট কালোবাজারির সিন্ডিকেট গড়ে ওঠে, যেখানে রেলওয়ের কিছু লোকও জড়িত থাকে। তবে এবার কঠোর নজরদারির কারণে কেউ এতে জড়ানোর সুযোগ পায়নি, ফলে যাত্রীদের কোনো অসুবিধা হয়নি।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, এবার সড়কপথের মতো ট্রেনযাত্রাও ছিল স্বস্তিদায়ক। চাঁদাবাজি কিংবা অযথা গাড়ি থামানোর ঘটনা ঘটেনি। আইনশৃঙ্খলা বাহিনী তৎপর থাকায় যাত্রীরা নির্বিঘ্নে বাড়ি ফিরছেন।
যাত্রীদের অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি বলেন, যাত্রীরা খুশি। আগের তুলনায় এবার তারা স্বাচ্ছন্দ্যে যেতে পারছে, ভোগান্তি কম হয়েছে, কোথাও বাড়তি টাকা নেওয়া হয়নি। তাদের সন্তুষ্টিই আমাদের সাফল্য।
এ সময় রেলের মহাপরিচালক মো. আফজাল হোসেন, স্টেশন ম্যানেজার শাহাদাত হোসেনসহ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC