এটিএম জালিয়াতি করে টাকা আত্মসাতের অভিযোগে কুয়েতে এক বাংলাদেশি ও দুই পাকিস্তানি নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
সোমবার (৪ আগস্ট) কুয়েতের স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
অভিযোগ উঠেছে যে গ্রেপ্তার হওয়া বাংলাদেশি নাগরিক এই আন্তর্জাতিক চক্রের সঙ্গে সমন্বয় করে অপরাধটি সংঘটিত করেছেন। গোয়েন্দা সংস্থাগুলো দ্রুত তদন্ত চালিয়ে এই চক্রের মূল হোতাদের চিহ্নিত করতে সক্ষম হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, অপরাধী চক্রটি এটিএম বুথ থেকে কার্ড ছাড়াই (কার্ডলেস) টাকা তুলে নিত এবং এই কাজে তারা মূলত কুয়েতি ও প্রবাসী নাগরিকদের লক্ষ্যবস্তু করত। বায়োমেট্রিক সিস্টেম ব্যবহার করে ২৪ ঘণ্টার মধ্যেই প্রধান সন্দেহভাজনকে শনাক্ত করা হয়। এরপর গোয়েন্দারা অভিযান চালিয়ে বাংলাদেশি নাগরিক রাজুকে কুয়েতের জিলিব আল-শুয়েখ এলাকা থেকে আটক করে।
আটকের সময় রাজুর কাছ থেকে নগদ ৫,০০০ কুয়েতি দিনার, বিদেশে অবৈধভাবে টাকা পাঠানোর জন্য ব্যবহৃত একাধিক সিম কার্ড, ব্যাংক কার্ড ও বেশ কয়েকটি মোবাইল ফোন জব্দ করা হয়। এছাড়াও তার কাছে বিভিন্ন এক্সচেঞ্জ থেকে টাকা পাঠানোর স্লিপ পাওয়া গেছে। বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট এবং এটিএম বুথের সিসিটিভি ক্যামেরার ফুটেজ মিলিয়ে গোয়েন্দারা তার সম্পৃক্ততা নিশ্চিত করেন।
তদন্তে জানা গেছে, এই জালিয়াতি চক্রটি পাকিস্তান থেকে পরিচালিত একটি আন্তর্জাতিক সিন্ডিকেটের সঙ্গে জড়িত। গ্রেপ্তার হওয়া বাংলাদেশি রাজু কুয়েতের আল-জাজিরা ইন্টারন্যাশনাল জেনারেল ট্রেডিং কোম্পানিতে কাজ করতেন, আর দুই পাকিস্তানি নাগরিক মির্জা জেনারেল ট্রেডিং কোম্পানিতে কর্মরত ছিলেন। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখন এই আন্তর্জাতিক চক্রের অন্য সদস্যদের খুঁজে বের করার চেষ্টা করছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC