বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ভিসা নীতিতে করা হয়েছে নতুন নিয়ম। বাংলাদেশি নাগরিকরা পাসপোর্ট জমা না রেখেই এখন থেকে ভারতীয় ভিসার জন্য আবেদন করতে পারবেন বলে জানিয়েছে, ভারতীয় ভিসা আবেদনপত্র কেন্দ্র (আইভ্যাক), বাংলাদেশ।
আইভ্যাক, বাংলাদেশের ওয়েবসাইট ও ফেসবুক পেজে এ-সংক্রান্ত একটি নোটিশ প্রকাশ করা হয়েছে।
নোটিশ বলা হয়, যে সব আবেদনকারী তাদের ভিসা আবেদন হাই কমিশন কর্তৃক প্রক্রিয়াকরণ চলাকালে অন্য কাজে ব্যবহারের জন্য নিজেদের পাসপোর্ট ফেরত পেতে চান, তাদের জন্য এখন আইভ্যাকে ভিসা আবেদন জমা দেয়ার সময় পাসপোর্ট ফেরত নেয়ার সুবিধা থাকবে।
ভিসা টোকেনে প্রদর্শিত সম্ভাব্য ডেলিভারির তারিখের ৭ দিন আগে আইভ্যাকে তাদের পাসপোর্ট পুনরায় জমা দিতে হবে।
ভিসা প্রসেসিং ফি অনলাইনে পরিশোধ করার সময় আবেদনকারীগণ এখন আইভ্যাকে তাদের ভিসা আবেদন জমা দেয়ার জন্য সুনির্দিষ্ট টাইম স্লট আগে থেকে বেছে নেওয়ার সুযোগও পাবেন।
যারা গত ১০ জুলাই পর্যন্ত সুনির্দিষ্ট তারিখ ও সময়বিহীন ভিসা প্রসেসিং ফি অনলাইনে জমা দিয়েছেন, তাদেরকে আগামী ২০ জুলাইয়ের মধ্যে আইভ্যাকে ভিসা আবেদন ফরম জমা দেয়ার জন্য অনুরোধ জানিয়েছে আইভ্যাক। সুনির্দিষ্ট তারিখ এবং সময় সংবলিত ভিসা প্রসেসিং ফি অনলাইনে জমা দেয়ার রিসিট ভিসা আবেদনের সঙ্গে অবশ্যই প্রিন্ট করে আনতে হবে বলেও জানিয়েছে আইভ্যাক।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC