ডিসেম্বর ১১, ২০২৪

বুধবার ১১ ডিসেম্বর, ২০২৪

এক দফা দাবিতে ৫ দিনের কর্মসূচি ঘোষণা ১২ দলীয় জোটের

The 12-party alliance announced a 5-day program on a one-point demand
এক দফা দাবিতে ৫ দিনের কর্মসূচি ঘোষণা ১২ দলীয় জোটের। ছবি: সংগৃহীত

সরকার পতনের এক দফা দাবিতে ৫ দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা সমমনা ১২ দলীয় জোট।

এর মধ্যে সমাবেশ, মিছিল ও পদযাত্রার মতো ৬টি কর্মসূচি রয়েছে। আগামী ২১ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত ৫ দিনে এসব কর্মসূচি পালিত হবে।

মঙ্গলবার সন্ধ্যায় এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করেন ১২ দলীয় জোটের সমন্বয়ক বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাড. সৈয়দ এহসানুল হুদা।

বিবৃতিতে বলা হয়, মঙ্গলবার ১২ দলীয় জোটের একটি গুরুত্বপূর্ণ সভা জোটের শরিক কল্যাণ পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতভাবে এক দফা যুগপৎ আন্দোলনে ৫ দিনে ৬টি কর্মসূচি ঘোষণা করা হয়।

এ ছাড়া অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে- ২২ সেপ্টেম্বর রাজধানী ঢাকায় বিজয়নগর পানির ট্যাংকি সংলগ্ন বিক্ষোভ মিছিল, ২৯ সেপ্টেম্বর ঢাকায় বিজয়নগর পানির ট্যাংক সংলগ্ন মহাসমাবেশ, ২ অক্টোবর ঢাকায় খিলগাঁও জোড়া পুকুর মাঠের সামনে থেকে পদযাত্রা কর্মসূচি, ৩ অক্টোবর কুমিল্লা মহানগরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল এবং একইদিন চট্টগ্রাম মহানগরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল।