রোববার (১২ মে) প্রকাশিত এসএসসি ও সমমান পরীক্ষার ফলে উত্তীর্ণ হয়েছেন ১৬ লাখ ৭২ হাজার ১৫৩ জন শিক্ষার্থী। ফলাফলের ভিত্তিতে অনলাইনে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম শুরু হতে পারে ২৬ মে থেকে।
শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তারা আজ সোমবার (১৩ মে) বৈঠক করে ভর্তির তারিখ, ফি, ও অন্যান্য আনুষ্ঠানিক বিষয় চূড়ান্ত করবেন।
জানা গেছে, এবারও ভর্তির জন্য কোনো পরীক্ষা হবে না। কেবল অনলাইনে আবেদন নেওয়া হবে এবং নম্বরের ভিত্তিতে ভর্তি করা হবে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, এবার বড় ধরনের কোনো পরিবর্তন আসছে না। তবে ফল প্রকাশের প্রক্রিয়ায় কিছু পরিবর্তন আসতে পারে।
এবার হাইকোর্টের নির্দেশনা মেনে মিশনারি পরিচালিত নটরডেম, হলিক্রস ও সেন্ট জোসেফ কলেজ লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে একাদশ শ্রেণিতে ভর্তি করবে।
ভর্তির প্রক্রিয়া:
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC