প্রিন্ট এর তারিখঃ মে ১০, ২০২৫, ৪:৪৭ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১৬, ২০২৪, ১:৩১ পিএম
একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা প্রকাশ, আবেদন শুরু ২৬ মে থেকে

গত ১২ মে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের পর এবার শিক্ষা মন্ত্রণালয় একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা প্রকাশ করেছে। গতকাল বুধবার (১৫ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মোছা. রেবেকা সুলতানা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নীতিমালা প্রকাশ করা হয়।
নীতিমালা অনুযায়ী, পূর্ববর্তী তিন বছরে যেকোনো শিক্ষা বোর্ড বা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা অনলাইনের মাধ্যমে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। এছাড়াও উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে উত্তীর্ণ ও অন্যান্য বছরের শিক্ষার্থীরা ম্যানুয়ালি আবেদন করতে পারবেন।
ভর্তির নিয়ম:
- বিজ্ঞান গ্রুপ থেকে উত্তীর্ণ শিক্ষার্থী বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা গ্রুপের যেকোনোটিতে ভর্তি হতে পারবেন।
- মানবিক গ্রুপ থেকে উত্তীর্ণ শিক্ষার্থী মানবিক ও ব্যবসায় শিক্ষা গ্রুপের যেকোনোটিতে ভর্তি হতে পারবেন।
- ব্যবসায় শিক্ষা গ্রুপ থেকে উত্তীর্ণ শিক্ষার্থী ব্যবসায় শিক্ষা ও মানবিক গ্রুপের যেকোনোটিতে ভর্তি হতে পারবেন।
- যেকোনো গ্রুপ থেকে উত্তীর্ণ শিক্ষার্থী ইসলামি শিক্ষা, গার্হস্থ্য বিজ্ঞান ও সংগীত গ্রুপের যেকোনোটিতে ভর্তি হতে পারবেন।
- মাদরাসা শিক্ষা বোর্ড থেকে বিজ্ঞান গ্রুপে উত্তীর্ণ শিক্ষার্থী বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা গ্রুপের যেকোনোটিতে ভর্তি হতে পারবেন। সাধারণ ও মুজাব্বিদ মাহির গ্রুপ থেকে উত্তীর্ণ শিক্ষার্থী বিজ্ঞান গ্রুপ ছাড়া অন্য যেকোনো গ্রুপে ভর্তি হতে পারবেন।
- কারিগরি শিক্ষা বোর্ড থেকে এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা সাধারণ শিক্ষা বোর্ডের যেকোনো গ্রুপে ভর্তির জন্য আবেদন করতে পারবেন।
ভর্তির আবেদন:
- শিক্ষার্থীরা নির্ধারিত ওয়েবসাইট (www.xiclassadmission.gov.bd) এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।
- অনলাইন ব্যতীত সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে ম্যানুয়াল আবেদন গ্রহণ করা হবে না।
- একজন শিক্ষার্থী যতগুলো কলেজে আবেদন করবেন, সেখান থেকে তার মেধা, কোটা ও পছন্দ অনুসারে একটি কলেজে ভর্তির সুযোগ পাবেন।
বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী ও প্রবাসীদের সন্তানদের ভর্তি:
- বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীরা ম্যানুয়ালি আবেদন করতে পারবেন।
- প্রবাসীদের সন্তান ও বিকেএসপির শিক্ষার্থীরাও ম্যানুয়ালি আবেদন করতে পারবেন।
- তবে, এসব ক্ষেত্রে আবেদন যাচাই-বাছাইয়ের পর ভর্তির সিদ্ধান্ত নেওয়া হবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC