
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) তিন হাজার ৭৫৬ কোটি ২০ লাখ টাকা ব্যয়ের নয়টি প্রকল্প অনুমোদন করেছে। এর মধ্যে সরকারি অর্থায়ন ২ হাজার ৭৯৮ কোটি ১৯ লাখ টাকা। প্রকল্প ঋণ ৮১২ কোটি ৯৫ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ১৪৫ কোটি ৬ লাখ টাকা।
বুধবার (৭ মে) রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত পরিকল্পনা কমিশন প্রাঙ্গণের এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং একনেক চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূস।
সভায় অনুমোদিত প্রকল্পসমূহ হলো: বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের, বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়ের সাতটি আঞ্চলিক কার্যালয় প্রতিষ্ঠাসহ সক্ষমতা বৃদ্ধিকরণ (৩য় সংশোধিত) প্রকল্প, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের “Prevention of Violence and Harmful Practices against Children and Women in Bangladesh” প্রকল্প, নৌপরিবহন মন্ত্রণালয়ের ‘নারায়ণগঞ্জের খানপুরে অভ্যন্তরীণ কন্টেইনার এবং বাল্ক টার্মিনাল নির্মাণ (১ম সংশোধিত)’ প্রকল্প। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ৩টি প্রকল্প- ‘গুলশান-বনানী-বারিধারা লেক উন্নয়ন (১ম সংশোধিত) প্রকল্প’; ‘Disaster Risk Managemet Enhancement Project Component 2&3) (২য় সংশোধিত)’ প্রকল্প ও ‘Bangladesh Sustainable Recovery, Emergency Preparedness and Response Project -STRONG) (DDM Par’ প্রকল্প এবং কৃষি মন্ত্রণালয়ের ‘খুলনা সাতক্ষীজ ও বাগেরহাট জেলার সেচ ব্যবস্থাপনার উন্নয়ন’ প্রকল্প। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের ‘তইকেয়ার ফেজ -১: জিনাইদহ-যশোর মহাসড়ক (এন-৭) উন্নয়ন (১ম সংশোধিত)’ প্রকল্প এবং স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ‘বৃষভর কুমিল্লা জেলার গুরুত্বপূর্ণ প্রার্থীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প (৩য় পর্যায়) (১ম সংশোধিত)’। এছাড়া, একনেক সভায় ‘ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল-পটুয়াখালী-কুয়াকাটা জাতীয় মহাসড়ক চার লেনে উন্নতীকরণের জন্য ভূমি অধিগ্রহণ’ প্রকল্প; ‘খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন (২য় সংশোধিত)’ প্রকল্প এবং ‘জাতীয় চিত্রশালা এবং জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র সম্প্রসারণ ও অসমাপ্ত কাজ সমাপ্তকরণ (১ম সংশোধিত)’ প্রকল্পসহ ৩টি প্রকল্পের মেয়াদ বৃদ্ধির প্রস্তাব অনুমোদন করা হয়েছে।
সভায় পরিকল্পনা উপদেষ্টা অনুমোদিত ১১টি প্রকল্প সর্ম্পকে একনেক সদস্যদের অবহিত করা হয়। সেগুলো হলো: ১. ঢাকার বিমান বাহিনী ঘাঁটি কুর্মিটোলা-এ একটি সর্বাধুনিক জেট-এ-১ ফুয়েল রিজার্ভার স্থাপনের জন্য প্রয়োজনীয় ভৌত অবকাঠামো নির্মাণ প্রকল্প ২. চট্টগ্রামের ৩৬টি পরিত্যক্ত বাড়িতে সরকারি কর্মকর্তা/কর্মচারীদের জন্য আবাসিক ফ্ল্যাট নির্মাণ (১ম সংশোধিত) প্রকল্প ৩. পাবনা জেলায় ট্রেজারি ভবন নির্মাণ প্রকল্প ৪. রাজশাহী বিভাগীয় সদরে অত্যাধুনিক সার্কিট হাউজ নির্মাণ প্রকল্প ৫. সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর এবং এমইও সেন্টাল সার্কেল ঢাকা এর অফিস কমপ্লেক্স নির্মাণ প্রকল্প ৬. চট্টগ্রাম শহরে পরিত্যক্ত বাড়িতে সরকারি আবাসিক ফ্ল্যাট ও ডরমিটরি ভবন নির্মাণ (১ম সংশোধিত) প্রকল্প ৭. ডাক অধিদপ্তরের ভৌত অবকাঠামো উন্নয়ন ও সম্প্রসারণ (২য় সংশোধিত) প্রকল্প ৮. বাবিবা ঘার্টি পাহাড়কাঞ্চনপুর, এলাকায় এডিসিসি নর্থ স্থাপন (১ম সংশোধিত) প্রকল্প ৯. দেশ-বিদেশে কর্মসংস্থানের জন্য ড্রাইভিং প্রশিক্ষন প্রদান (১ম সংশোধিত) প্রকল্প ১০. মাদারীপুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, শিবচর, মাদারীপুর স্থাপন-(২য় সংশোধিত) প্রকল্প ১১. সিলেট টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, সিলেট স্থাপন (২য় সংশোধিত) প্রকল্প।
একনেক সভা শেষে এনইসি সম্মেলন কক্ষে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিদের ব্রিফকালে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ এসব তথ্য জানান। সাংবাদিকদের ব্রিফকালে পরিকল্পনা মন্ত্রণালয় ও কমিশনের সচিব ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
একনেক সভায় উপস্থিত ছিলেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, আইন, বিচার ও সংসদ বিষয়ক এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল; পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন; স্বরাষ্ট্র এবং কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.); শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান; খাদ্য এবং ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান; মুক্তিযুদ্ধ বিষয়ক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম; সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ; সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এবং যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।