জানুয়ারি ৯, ২০২৫

বৃহস্পতিবার ৯ জানুয়ারি, ২০২৫

একই স্থানে ভূমিকম্প হলেও কেন সবাই টের পান না?

Rising Cumilla - earthquake Sleep
প্রতীকি ছবি/সংগৃহীত

গতো মঙ্গলবার (৭ই জানুয়ারি) সকালে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হলেও অনেকেই ফেসবুকে লিখেছেন, “কই কোথায় ভূমিকম্প হলো কিছুইতো টের পেলাম না।” একই সময়ে একই স্থানে থাকা সত্ত্বেও কেন সবাই ভূমিকম্প অনুভব করেন না, তা নিয়ে অনেকেই কৌতূহলী।

বিশেষজ্ঞরা বলছেন, এর মূল কারণ হলো ব্যক্তির সংবেদনশীলতা এবং অবস্থান। আপনি যত উপরের তলায় থাকবেন, ঝাঁকুনি অনুভব করার সম্ভাবনা তত বেশি। নিচের তলায় থাকলে এটি অনুভব করা কঠিন হতে পারে।

তবে এখানে আরেকটি বিষয় হলো— কিছু কিছু মানুষ গতি খুব ভালো অনুভব করতে পারেন। যারা ভূমিকম্প টের পান না তাদের সংবেদনশীলতা কম।

বিশেষজ্ঞরা আরও বলছেন, অনেকে আছেন, যারা উচ্চতা নিতে পারেন না। মোশন বা গতির ক্ষেত্রেও তাই। এক্ষেত্রে কেউ কেউ সংবেদনশীল হবেন, সেটি স্বাভাবিক। ভূমিকম্পের সময় ব্যক্তি কোন অবস্থায় ছিলেন, তার উপরেও তার টের পাওয়া না পাওয়া নির্ভর করে।