ডিসেম্বর ১২, ২০২৪

বৃহস্পতিবার ১২ ডিসেম্বর, ২০২৪

এইচএসসি মামাতো বোনের প্রক্সি পরীক্ষা দিতে এসে আটক ফুফাতো বোন

Cousin arrested for HSC cousin's proxy exam
এইচএসসি মামাতো বোনের প্রক্সি পরীক্ষা দিতে এসে আটক ফুফাতো বোন। ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জে এইচএসসি পরীক্ষায় মামাতো বোনের প্রক্সি দিতে এসে ফুফাতো বোন সাদিয়া আক্তার (২২) নামে একজন আটক হয়েছে। এ ঘটনায় মূল পরীক্ষার্থী জেসিয়া আক্তারকে (২০) বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার ইংরেজি প্রথমপত্র পরীক্ষা চলাকালে বেলা সাড়ে ১১ টার দিকে শহরের সরকারি হরগঙ্গা কলেজ পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সরকারি হরগঙ্গা কলেজ পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রফেসর নুরুল ইসলাম।

জেসিয়া মুন্সীগঞ্জ পৌরসভার রনছ হাওলাপাড়া এলাকার জব্বার দেওয়ানের মেয়ে ও আটক সাদিয়া একই এলাকার আওলাদ হোসেনের মেয়ে।

পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম বলেন, শহরের সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী জেসিয়া আক্তার হচ্ছেন মূল পরীক্ষার্থী। সরকারি হরগঙ্গা কলেজ কেন্দ্রে তাদের পরীক্ষা হচ্ছিলো। ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা চলাকালে বোরকা পরিহিত এক পরীক্ষার্থীকে সন্দেহ হয়। পরে তার বোরকা খুলে দেখলে প্রবেশপত্রের ছবির সঙ্গে অমিল পাওয়া যায়। এ সময় তাকে আটক করা হয়।

মুন্সিগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিফা খান বলেন, মামাতো বোনের হয়ে প্রক্সি দিতে আসেন জেসিয়া আক্তার। পরে তিনি জানিয়েছে তাঁর বোন অসুস্থ। তাই বোনের হয়ে একটি পরীক্ষায় অংশ নিতে এসেছেন তিনি। আটককৃত শিক্ষার্থীর অভিভাবকদের ডেকে পাঠানো হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আটক সাদিয়া আক্তারকে আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করা হয়েছে।