ডিসেম্বর ২৯, ২০২৪

রবিবার ২৯ ডিসেম্বর, ২০২৪

এইচএসসির খাতা চ্যালেঞ্জের কুমিল্লা বোর্ডের ফল দেখুন

Board of Intermediate and Secondary Education, Cumilla.
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লা। ছবি: সংগৃহীত

 কুমিল্লা শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা চ্যালেঞ্জ /পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে কুমিল্লা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে খাতা চ্যালেঞ্জের এ ফল প্রকাশ করা হয়।

ফল দেখতে ক্লিক করুন এখানে

উল্লেখ্য, গত ১৫ অক্টোবর এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এ বছর কুমিল্লা শিক্ষাবোর্ডের আওতাধীন কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর এবং ফেনী জেলার মোট ৪৩৩টি কলেজের ১ লাখ ১২ হাজার ৩১২জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেন।এই শিক্ষা বোর্ডে পাসের হার ৭১ দশমিক ১৫ শতাংশ।