কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্রমবর্ধমান হুমকির মুখে নিজেদের সৃষ্টিকে সুরক্ষিত রাখতে কপিরাইট আইনের জরুরি আপডেটের দাবি জানালেন ব্রিটিশ বিনোদন জগতের চার শতাধিক নক্ষত্র। এলটন জন, ডুয়া লিপা, স্যার ইয়ান ম্যাককেলেন এবং ফ্লোরেন্স ওয়েলচের মতো বিশ্বখ্যাত শিল্পী ও সাহিত্যিকরা সরাসরি প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের কাছে খোলা চিঠি লিখে এ বিষয়ে হস্তক্ষেপ চেয়েছেন।
বিবিসির এক প্রতিবেদনে এমনই তথ্য জানানো হয়েছে। চিঠিতে স্বাক্ষরকারী এই খ্যাতনামা ব্যক্তিত্বরা আশঙ্কা প্রকাশ করেছেন, যথাযথ আইনি সুরক্ষা না পেলে তাদের দীর্ঘদিনের শ্রম ও সৃজনশীলতা প্রযুক্তি কোম্পানিগুলোর কাছে ‘উপহার’ হিসেবে চলে যাবে। তারা আরও কঠোর ভাষায় বলেছেন, এই বিষয়ে সরকারের উদাসীনতা যুক্তরাজ্যের ‘সৃজনশীল সাম্রাজ্য’কে ধ্বংসের মুখে ঠেলে দিতে পারে।
শিল্পীদের এই উদ্বেগের মূলে রয়েছে ডেটা (ইউজ অ্যান্ড অ্যাকসেস) বিলের একটি প্রস্তাবিত সংশোধনী। চিঠিতে এই সংশোধনীকে সমর্থন করার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানানো হয়েছে। প্রস্তাবনায় বলা হয়েছে, এআই প্রযুক্তি উন্নয়নকারীদের অবশ্যই তাদের মডেল প্রশিক্ষণে কোনো কপিরাইটেড কনটেন্ট ব্যবহারের আগে সংশ্লিষ্ট মালিকদের জানাতে হবে। এর ফলে শিল্পীরা তাদের কাজের ওপর একটি নিয়ন্ত্রণ বজায় রাখতে পারবেন এবং এআইয়ের অপব্যবহার রোধ করা সম্ভব হবে বলে মনে করছেন তারা।
এই গুরুত্বপূর্ণ বিষয়ে সরকারের প্রতিক্রিয়াও পাওয়া গেছে। প্রধানমন্ত্রীর এক মুখপাত্র জানিয়েছেন, ‘আমরা চাই, আমাদের সৃজনশীল খাত ও এআই খাত একসঙ্গে বিকশিত হোক। সে লক্ষ্যেই আমরা এমন কিছু উদ্যোগের বিষয়ে পরামর্শ নিচ্ছি, যা উভয় ক্ষেত্রের জন্য কার্যকর হতে পারে।’
মুখপাত্র আরও জানান, ‘আমরা পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছি, কোনো পরিবর্তন কেবল তখনই বিবেচনায় নেওয়া হবে, যখন আমরা নিশ্চিত হব, সেটি সৃষ্টিশীলদের জন্য ক্ষতিকর নয়।’
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC