নয়না অবতার, একজন ভার্চুয়াল ইনফ্লুয়েন্সার, সম্প্রতি ভারতীয় সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন। মাত্র ১ লাখ ৯০ হাজার ফলোয়ার নিয়েও তিনি কীভাবে এত জনপ্রিয়তা অর্জন করেছেন?
নয়না হলো ভারতের অন্যতম ভার্চুয়াল ইনফ্লুয়েন্সার, জনপ্রিয়তা তাকে একপ্রকার সুপারস্টার করে তুলেছে এআই। অবতার মেটা ল্যাবের (এএমএল) এআই গবেষকের একটি দল ২০২২ সালে নয়না অবতার তৈরি করেছিল। ল্যাবের সিইও এবং সহ-প্রতিষ্ঠাতা অভিষেক রাজদান গণমাধ্যমে বলেছেন, ‘নয়নাকে গড়ে তুলতে অনেক পরিশ্রম ও গবেষণা করা হয়েছে।’
ভার্চুয়াল ইনফ্লুয়েন্সার হচ্ছে কম্পিউটারের মাধ্যমে তৈরি এআই-ভিত্তিক চরিত্র। তাদের সেলিব্রিটির মতোই ফ্যান ফলোয়িং থাকে সোশ্যাল মিডিয়ায়। বলতে পারেন এরা ‘ডিজিটাইজ়ড মানুষ’ বা ‘ডিজিটাল মানুষ’। এদের নিজস্ব ব্যক্তিত্ব রয়েছে। মিউজিক ভিডিও থেকে শুরু করে বিভিন্ন বিজ্ঞাপণেও দেখা যায় তাদের। নয়না অবতারও এমনই এক ভার্চুয়াল ইনফ্লুয়েন্সারদের একজন।
নয়নার বয়স ২০ বছর এবং সে উত্তর প্রদেশের ঝাঁসি শহরের বাসিন্দা। সম্প্রতি অভিনেত্রী হওয়ার জন্য মুম্বাইয়ে চলে আসে। নয়না তার পরিচয় দিতে গিয়ে বলেন, ‘প্রতিটি মেয়ের মতো আমিও আমার স্বপ্ন পূরণ করতে এবং একজন সফল অভিনেত্রী হতে মুম্বাই আসি। আপনারা সকলে আমাকে ইনস্টাগ্রাম এবং ইউটিউবে ফলো করতে পারেন। আমি সবেমাত্র মুম্বাইয়ে এসেছি এবং আমার আপনাদেরই সাহায্য দরকার, যাতে আমি সফল হতে পারি।’ অর্থাৎ, যে কোনো রিয়েল লাইফ অভিনেত্রী বা মডেল হতে-চাওয়া স্মল টাউন তরুণীর যেমন ব্যাকস্টোরি থাকে—গল্পের বা সিনেমার ভাষায় যাকে বলা হয় ‘আন্ডারডগ স্টোরি’ কম্পিউটার জেনারাটেড ‘ভার্চুয়াল ইনফ্লুয়েন্সার’ নয়নারও রয়েছে তেমনই এক কাহিনি। যে কাহিনি ফলোয়ারদের আকৃষ্ট করেছে। বাড়িয়েছে আগ্রহ। করে তুলেছে ক্রেজি।
নয়না ইনস্টাগ্রামে ফ্যাশন সম্পর্কিত ছবি শেয়ার করেন। বিভিন্ন উৎসবে কী ধরনের পোশাক পরা উচিত, সে সম্পর্কে তিনি টিপস শেয়ার করেন। তবে এবার তার ভক্তদের জন্য একটি বিশেষ উপহার নিয়ে এসেছে নয়না। সম্প্রতি, নয়না ‘দ্য নয়না শো’ নামে একটি পডকাস্ট চালু করেছে সে। আর এই পডকাস্টটি হবে দেশের প্রথম এআই চালিত পডকাস্ট। আর এই পডকাস্টে বিনোদন জগতের কিছু বিখ্যাত ব্যক্তিদের সাক্ষাৎকার থাকবে। বিপণন তথা ল্যাবের গবেষকরদের মতে, ভারতের ডিজিটাল বিনোদন ব্যবসায় আগামীতে এই ভার্চুয়াল ইনফ্লুয়েন্সারদের উপর বিনিয়োগের মাত্রা বাড়বে।
নয়না তার পডকাস্টের মাধ্যমে বলিউড, খেলাধুলা, সঙ্গীত জগতের বিভিন্ন সেলিব্রিটির সাথে যোগাযোগ করবে। এই পডকাস্টে আপনি আপনার পছন্দের তারকাদের সাক্ষাৎকার শুনতে পাবেন। আর সবকিছুই করা হবে উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে। এই পডকাস্টের অতিথি তালিকায় রয়েছেন শোভিতা ধুলিপালা, সানিয়া মালহোত্রা, রিচা চাড্ডা, সায়ামি খের, এশা দেওল, হনসিকা মোতওয়ানি, ঋদ্ধিমা পাঠক, নার্গিস ফাকরি, কৃতিকা কামরাসহ আরো অনেকেই।
View this post on Instagram
এই পডকাস্টের লক্ষ্য হল এই সেলিব্রিটিদের লাইফ ও কেরিয়ার বিষয়ে মানুষের কাছে তুলে ধরা। তাদের সাথে আড্ডা জমানো। পডকাস্টটি নয়না এবং পপ ডায়েরিজের ইউটিউব চ্যানেলে (নয়নার ইউটিউব চ্যানেলের নাম Naina Avtr) দেখতে পাবেন। যাতে সারা বিশ্বের দর্শকের কাছে এই পডকাস্ট পৌঁছে দেওয়ার সব রকম ব্যবস্থাই করা হবে। পডকাস্টের প্রথম পর্বটি 8 ফেব্রুয়ারি প্রচারিত হয়েছ এবং নয়নার শোয়ের প্রথম অতিথি ছিলেন শোভিতা ধুলিপালা।
নয়নাকে টেক্কা দেওয়ার জন্য কায়রা রয়েছে। ২১ বছর বয়সী কায়রার ইনস্টাগ্রামে ৯৯ হাজারের বেশি ফলোয়ার রয়েছে। কায়রার বেশিরভাগ ফলোয়ারই পুরুষ। তাদের অনেকে কায়রাকে বিয়ের প্রস্তাবও পাঠান। কারণ বেশিরভাগ পুরুষই মনে করেন কায়রা আসলে একজন রক্তমাংসের নারী। টপ সোশ্যাল ইন্ডিয়া নামে একটি সংস্থা এটি তৈরি করেছে। আর কায়রাকেই ভারতের প্রথম মেটা ইনফ্লুয়েন্সার বলা হয়। কায়রা তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলার ৩ মাসের মধ্য়েই ৫০ হাজার ফলোয়ার হয়ে যায়। টপ সোশ্যাল ইন্ডিয়ার বিজনেস হেড হিমাংশু গোয়াল ২০২১ সালের ডিসেম্বর মাসে কায়রাকে চালু করেছিলেন।
নয়না কীভাবে অন্যদের থেকে আলাদা?
নয়না একজন 'ভার্চুয়াল ইনফ্লুয়েন্সার'। এর মানে হলো তিনি কম্পিউটারের মাধ্যমে তৈরি একটি এআই-ভিত্তিক চরিত্র। তার আসল শরীর নেই, তবে তার ব্যক্তিত্ব, পোশাক, এবং চারপাশের পরিবেশ সবই কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি করা হয়।
নয়নার জনপ্রিয়তার পেছনে বেশ কিছু কারণ রয়েছে। প্রথমত, তিনি একজন আকর্ষণীয় এবং সুন্দরী চরিত্র। দ্বিতীয়ত, তিনি ফ্যাশন এবং বিনোদন জগতের প্রতি আগ্রহীদের জন্য আকর্ষণীয় টিপস এবং তথ্য শেয়ার করেন। তৃতীয়ত, তার 'দ্য নয়না শো' পডকাস্ট বিনোদন জগতের অনুরাগীদের কাছে বেশ জনপ্রিয়।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC