রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ২৭ জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক নেমে এসেছে সারাদেশে। নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় সরকার আগামীকাল, মঙ্গলবার (২২ জুলাই) দেশের সকল মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে।
ইসলামিক ফাউন্ডেশনের সহকারী জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমীন সোমবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন।
ইসলামিক ফাউন্ডেশন দেশের সকল মসজিদের খতিব, ইমাম ও মসজিদ কমিটিসহ সংশ্লিষ্ট সবাইকে নিহতদের রুহের মাগফিরাত এবং রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আহতদের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত আয়োজনের জন্য বিশেষভাবে অনুরোধ করেছে।
মঙ্গলবার (২২ জুলাই) বাদ জোহর দুপুর ১:৩০টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে এই বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।
গতকাল সোমবার দুপুর ১টার কিছু পর বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পরপরই বিমান ও স্কুল ভবনটিতে আগুন ধরে যায়। যে ভবনে বিমানটি বিধ্বস্ত হয়, সেখানে বহু স্কুল শিক্ষার্থী উপস্থিত ছিল, যাদের অধিকাংশই হতাহত হয়েছে।
দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান শুরু করে। উত্তরাসহ আশেপাশের ৮টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং হতাহতদের উদ্ধার কাজ শুরু করে। পরবর্তীতে বিজিবি ও সেনাবাহিনীও উদ্ধার অভিযানে যোগ দেয়। বিমান বাহিনীর হেলিকপ্টারে করে আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সর্বশেষ খবর অনুযায়ী, এই মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতের সংখ্যা ২৭ জনে দাঁড়িয়েছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC