টানা তৃতীয়বারের মতো কারাগারের চার দেয়ালেই ঈদ কাটালেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। কঠোর নিরাপত্তা ব্যবস্থার কারণে ঈদের নামাজে অংশ নিতে পারেননি তিনি।
কারা সূত্র জানায়, আদিয়ালা কারাগারের কেন্দ্রীয় মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হলেও নিরাপত্তার কারণে ইমরান খানকে কারা সেল থেকে বের হওয়ার অনুমতি দেওয়া হয়নি। তার স্ত্রী বুশরা বিবিও একই কারাগারে বন্দী রয়েছেন। তিনিও ঈদের নামাজে অংশ নিতে পারেননি।
ঈদের দিন আদিয়ালা কারাগারের নিরাপত্তা জোরদার করা হয়। কারাগারের চারপাশে তিন দিনের বিশেষ নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়ন করা হয়েছে। কারাগারের আশপাশে ৮টি অতিরিক্ত নিরাপত্তা চৌকি স্থাপন করা হয়েছে এবং প্রায় ২০০ নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে।
২০২৩ সালের আগস্ট মাস থেকে কারাবন্দী রয়েছেন ইমরান খান। রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁস ও রাষ্ট্রীয় উপহার বিক্রিসহ ১০০টিরও বেশি মামলা রয়েছে তার বিরুদ্ধে।
খবর: জিও টিভির।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC