ঈদের দীর্ঘ ছুটি শেষ হয়েছে। আবারো ফিরতে হবে কর্মস্থলে। কেউ কেউ ইতিমধ্যেই ফিরে গেছেন বা ফিরছেন কর্মস্থলে। তবে গ্রাম বা নিজের বাড়ি থেকে ফেরার সময় অনেকেই অনেক জিনিসপত্র-খাবারদাবার নিয়ে আসেন। সবকিছু মিলিয়ে প্যাকিং-এর ক্ষেত্রে কিছু বিষয় জেনে রাখা জরুরী।
জেনে নিন প্যাকিং টিপস:
তালিকা তৈরি করুন: ফিরে আসার আগে কি কি জিনিসপত্র নিতে হবে তার একটি তালিকা তৈরি করে নিন। এতে করে কোন জিনিস ভুলে যাওয়ার সম্ভাবনা কম থাকে। এক্ষেএে মোবাইলের নোটপ্যাড ব্যবহার করতে পারেন।
সুটকেস ব্যবহার করুন: সব জিনিসপত্র একসাথে সুটকেসে রাখুন। এতে বহন করা সহজ হবে এবং জিনিসপত্র নষ্ট হওয়ার সম্ভাবনা কম থাকবে।
ময়লা কাপড় আলাদা রাখুন: ধোয়া-না-ধোয়া ময়লা কাপড় আলাদা প্যাক করে রাখুন। নতুন কাপড়ের সাথে মিশিয়ে রাখলে বাজে গন্ধ ছড়াতে পারে।
আগে থেকে প্যাকিং করুন: ফিরে আসার শেষ মুহুর্তে তাড়াহুড়ো করে প্যাকিং করবেন না। আগে থেকেই সবকিছু সাজিয়ে রাখুন।
নতুন জিনিস আলাদা রাখুন: গ্রাম থেকে নতুন জিনিসপত্র আলাদা ব্যাগে রাখুন। নতুন জিনিসের সাথে অভ্যস্ত না হওয়ায় ফেলে আসার সম্ভাবনা থাকে।
খাবার আলাদা প্যাক করুন: বাড়ি থেকে সবজি, ফল বা অন্য কোনো খাবার আলাদা ব্যাগে রাখুন। বহন করার জন্য উপযুক্ত প্যাকিং ব্যবহার করুন।
ব্যবহৃত কাপড় পরিষ্কার করে নিন: ব্যবহৃত কাপড় পরিষ্কার করে নিয়ে তারপর ব্যাগে ভরুন।
সাবধানে প্যাক করুন: সবকিছু সাবধানে প্যাক করুন যাতে ভেঙে বা নষ্ট না হয়।
গাড়িতে রাখার সময় সতর্কতা অবলম্বন করুন: ফিরে আসার পথে গাড়িতে রাখার সময় সাবধানে রাখুন যাতে মালামালের ক্ষতি না হয়।
পরিশেষে বলা যায়, এই টিপসগুলো মেনে চললে গ্রাম থেকে ফেরার সময় প্যাকিং-এর ক্ষেত্রে কোনো ঝামেলা হবে না।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC