কোরবানি ঈদের আনন্দ মাটি করতে বসেছিল টাইগারা। তবে ২১ রানে ম্যাচ জিতে ৬ পয়েন্ট নিয়ে সুপার এইট নিশ্চিত করল বাংলাদেশ।
নেপালের বোলারদের সামনে বাংলাদেশি টপ অর্ডারের আত্মসমর্পণের পর বাকিদের কেউ দাঁড়াতে না পারায় মাত্র ১০৬ রানেই অলআউট হয় বাংলাদেশ।
তবে গল্পের দ্বিতীয় অধ্যায়ে দুর্দান্তরূপে ঘুরে দাঁড়ান বাংলার বোলাররা। ক্যারিয়ারসেরা বোলিং করেন তানজিম। নেন ৭ রানে ৪ উইকেট। তার ২১টি ডট বল টি-টোয়েন্টি বিশ্বকাপে কোনো বোলারের এক ম্যাচে সর্বোচ্চ৷
কম যাননি কাটার মাস্টার মোস্তাফিজ। তিনি করে ২০টি ডট বল। ১৯তম ওভারটি করেন উইকেট মেডেন। ৭ রানে তার শিকার ৩টি৷
এবারের আসরের প্রথম উইকেটের দেখা পান সাকিব আল হাসান। শেষ ওভারে পর পর দুই উইকেট নিয়ে নেপালকে ৮৫ রানে বেঁধে দেন সাকিব।
এ জয়ে সুপার এইটে ওঠার সঙ্গে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপেও সরাসরি অংশ নেওয়া নিশ্চিত হয়েছে তানজিম-শান্তদের।
এদিকে ক্যারিয়ার সেরা বোলিং করে দলকে জিতিয়ে ম্যাচ সেরা হয়েছেন তানজিম হাসান সাকিব।